
বাংলা চলচ্চিত্রের আ/লোচিত অভিনেতা হিরো আলম। একই সঙ্গে একাধিক কাজের সাথে নিজেকে জড়িয়ে ব্যস্ত সময় পার করেন এই অভিনেতা। কিন্তু তার কাজের জন্য ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয় তাকে।তবে সব সমালোচনাকে পিছনে ফেলে এগিয়ে যাচ্ছেন এই অভিনেতা।সম্প্রতি বগুড়া উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে এমপি নির্বাচন করেন এই অভিনেতা।কিন্তু নির্বাচন জয়ী হওয়ার পরও তার ফলাফল ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করে ব্যাপক আলোচনায় আসেন অভিনেতা। এবার অভিনেতা শাহরিয়ার নাজিম জয়ের সমালোচনার প্রতিক্রিয়া জানিয়ে যা বললেন হিরো আলম।
সম্প্রতি দেশের অন্যতম আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমের সমালোচনা করে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। এর পরিপ্রেক্ষিতে শনিবার সন্ধ্যায় তার ভেরিফাইড ফেসবুক পেজে এক প্রতিক্রিয়ায় হিরো আলম বলেন, জয় একসময় সাক্ষাৎকার নেওয়ার জন্য তা/র পেছনে ঘরেছেন।
কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের এক শিক্ষার্থী হিরো আলমের ভাস্কর্য তৈরির উদ্যোগ নেন। এটি সম্প্রতি শেষ হয়েছে। বৃহস্পতিবার (২ মার্চ)হিরো আলমের এই পোস্টের স্ক্রিনশট নিয়ে সমালোচনা করে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন অভিনেতা শাহরিয়ার নাজিম জয়।
সেখানে অভিনেতা লিখেছেন, ‘বাংলাদেশের মানুষ শিক্ষিত হয়েছে। উন্নত হয়েছে। ভদ্র হলো। বি/বেকবান হলো। কর্ম ব্যস্ত হয়েছে। জনগণের উদারতা, ভদ্রতা ও দুর্বলতার সুযোগ নিয়ে সরকার অনিচ্ছাকৃতভাবে জনগণের ওপর এক অদ্ভুত বিনোদন চাপিয়ে দিয়েছে। যা প্রতিবেশী দেশগুলোর কাছে রাষ্ট্রের ভাবমূর্তি নষ্ট করে চলেছে। যা প্রকৃত শিল্পীদের জন্য অপমানজনক। সরকারকে দোষারোপ করছি কারণ আমরা যা/রা তাকে নিয়ে লা/ফাই তাদের থামাতে পারে একমাত্র সরকার।
তবে জয়ের এই পোস্ট নজর এড়ায়নি হিরো আলমের। জনপ্রিয় কন্টেন্ট নির্মাতা শনিবার সন্ধ্যায় পোস্টটির স্ক্রিনশট নি/য়ে একটি স্ট্যাটাস পোস্ট করেছেন।
হিরো আলম লিখেছেন, ‘অতীত ভুলে গেছে শাহরিয়ার নাজিম জয়, ইন্টারভিউ নেয়ার জন্য হিরো আলমের পিছনে ঘুরেছে, অথচ আজ সমালোচনা করে। তাদের আর কি বলব, বলার কিছু নেই, আপনারই বলুন এরা কেমন মানুষ।
তিনি আরও লিখেছেন, ‘একদিন এই শাহরিয়ার নাজিম জয়কে আমার জীবনের গল্প বলার সময় আমার চোখের জল পড়ছিল, হে আল্লাহ তা/দের হেদায়েত দাও। অন্যদিকে হিরো আলমকে নিয়ে এমন পোস্টে সমালোচনার মুখে পড়েছেন জয়। সেই পোস্টে নেটিজেনরা অনেক নেতিবাচক মন্তব্য করেছেন।
প্রসঙ্গত, নিজের সমালোচনার পরিপ্রেক্ষিতে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করে অভিনেতা জয়কে নিয়ে বিভিন্ন মন্তব্য করেন হিরো আলম। তাকে নিয়ে মন্তব্যের কড়া জবাব দেন এই কন্টেন্ট নির্মাতা।