অভিনন্দন সাকিব আল হাসান, তুমি সবসময় গর্বিত করেছ আমাদের : সুবর্ণা মোস্তফা

নাট্যাঙ্গনের জনপ্রিয় অ/ভিনেত্রী সুবর্ণা মোস্তফা। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য নাটক, টেলিফিল্মে অভিনয়ের মাধ্যমে ভক্ত ও শ্রোতাদের হৃদয়ে স্থান করে নেন তিনি। যদিও তিনি এখন আর তাকে অভিনয়ে নিয়মিত দেখা যায় না। তবে অভিনয়ের পাশাপাশি রাজনীতি সক্রিয়। এবার বাংলাদেশের জনপ্রিয় ক্রিকেটার সাকিব আল হাসান প্রসঙ্গে নিয়ে যা জানালেন অ/ভিনেত্রী সুবর্ণা মোস্তফা।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুটি জিতে ইতিমধ্যেই নিজেদের সিরিজ নিশ্চিত করেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। যার কারণে তৃতীয় ওয়ানডে ছিল বাংলাদেশের জন্য মান বাঁচানোর লড়াই। তৃতীয় ওয়ানডেতে ৫০ রানে জিতেছে বাংলাদেশ দল। এই জয়ে উচ্ছ্বসিত বাংলাদেশ ক্রিকেটের ভক্ত-অনুসারীরা।

এদিকে, বিশ্ব অলরাউন্ডার সাকিব আল হাসান ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডে ম্যাচে প্রথম বাংলাদেশি বোলার হিসেবে ওয়ানডেতে ৩০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন। এ সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা।

সোমবার সন্ধ্যায় তার ফেসবুক ভেরিফায়েড প্রোফাইল থেকে এক স্ট্যাটাসে সাকিবকে অভিনন্দন জানান অভিনেত্রী সুবর্ণা।

ক্রিকেট তারকাকে নিয়ে তিনি লিখেছেন, “অভিনন্দন সাকিব আল হাসান। প্রথম বাংলাদেশি যিনি ওয়ানডেতে ৩০০ উইকেট সংগ্রহ করেছেন।তুমি সবসময় গর্বিত করেছ আমাদের। জয় বাংলা।’

বাঁহাতি স্পিনার হিসেবে ৩০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন সাকিব। এর আগে শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার জয়সুরিয়া ৪৪৫ ম্যাচে ৩২৩ উইকেট সংগ্রহ করেছিলেন।

এছাড়া নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ড্যানিয়েল ভেট্টরি ২৯৫ ম্যাচ খেলে ৩০৫ উইকেট নিয়েছেন।

প্রসঙ্গত, প্রথম বাংলাদেশি হিসেবে ৩০০ উইকেটের মাইলফলক স্পর্শ করায় প্রসাংশায় ভাঁসিয়েছেন অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা। তিনি বলেন, সাকিব সব সময় দেশের মুখ উজ্জল করে তাকে নিয়ে দেশের মানুষ গর্ব করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *