
নাট্যাঙ্গনের আলোচিত অভিনেত্রী ও গায়কা মেহের আফরোজ শাওন। অসংখ্য জনপ্রিয় নাটক, টেলিফিল্মে অভিনয়ের মাধ্যমে দর্শক ও ভক্তদের কাছে জনপ্রিয়তা পেয়েছেন। যদিও তাকে এখন আর অভিনয়ে নিয়মিত দেখা যায় না তবে নির্মাতা হিসেবেও তিনি কাজ করছেন। ব্যক্তিগত জীবনে স্বামী কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের প্রসঙ্গ তুলে ধরে যা জানালেন অভিনেত্রী শাওন।
প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের স্ত্রী জনপ্রিয় অভিনেত্রী, গায়ক ও প্রযোজক মেহের আফরোজ শাওন। তার দিবানিশি চলছে নিষাদ আর নিনিতকে নিয়ে। সমসাময়িক ব্যস্ততা নিয়ে দেশের একটি জনপ্রিয় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন শাওন। সাক্ষাৎকারটি তুলে ধরা হলো:
এই ভ্যালেন্টাইন্স ডে শাওনের জন্য কতটা বিশেষ?
১৪ ফেব্রুয়ারি যেমন ছিল আমার জন্য, আজকের দিনটাও তেমনই। আসলে, এই দিনটি প্রতি বছর যেমন যায়, এবারও তেমন যেতে পারে। দিবসটির প্রতি আমার বিশেষ কোনো আবেগ নেই, দিবসটির প্রতি কোনো বিরোধিতাও নেই।আছে না, অনেকে বলে কি দরকার!
প্রতিদিনই ভালোবাসি, একদিন আলাদা হলে সমস্যা কোথায়? যারা কার্ড বিক্রি করে, ফুল বিক্রি করে তাদের লাভ একটু হয়! যারা ভালোবাসা দিবসে একটু লাল শাড়ি বা লাল পোশাক পরতে চান তারাও একটু লাভ হয়। যারা মনে করেন যে পরিবারকে সময় দেওয়া হচ্ছে না, তারা আজ পরিবারকে সময় দিয়েছেন, এটা কি ভালো নয়? তাই আমার মনে হয় ভ্যালেন্টাইনস ডে খুব সুন্দর হয় যদি সবাই ভালো থাকে তাহলে।
আমি যদি নিজের জন্য বলি, আমি বলব যে প্রতিটি দিন সুন্দর। যেদিন আমি ভালো থাকি সেই দিনটি আমার ভালোবাসার দিন। যেদিন আমি একটু টেনশনে থাকি, যেদিন আমার বাচ্চাদের শ/রীর খারাপ থাকে, যেদিন আমার মা একটু টেনশনে থাকে, আমার মনে হ/য় খুব খারাপ। যাই হোক, এই ভালোবাসা দিবসে আমি আপনাদের সকলের অফুরন্ত ভালোবাসা কামনা করছি। ভাল থাকুন ভালবাসা।
আজকাল ওটিটি অভিনেতা এবং প্রযোজকদের জন্য একটি বড় প্ল্যাটফর্ম। এর মাধ্যমে কবে অভিনয় করতে দেখা যাবে?
অভিনয় তো করতেই চাই কিন্তু কেউ নেয় না… হাহাহা। না আসলে আমি দুষ্টুমি করে বলেছি। আমি অভিনয়ে আগ্রহী এবং কিছু পরিচিত নির্মাতা বন্ধুদের কাছে আগ্রহ প্রকাশ করেছি। তবে সঙ্গে সঙ্গে অভিনয় শুরু করা যাবে না। আমার বয়স অনুযায়ী আমার এমন চরিত্র তো পেতে হবে। সবকিছু মিলে গেলেই হবে। আসলে পুরো ব্যাপারটাই সময়ের ব্যাপার, ক্লিক করার একটা ব্যাপার আছে। সব ঠিকঠাক থাকলে হয়তো দেখা হবে। আমার পক্ষ থেকে কোনো আপত্তি নেই। মাঝখানে অনেকদিন ধরে আপত্তি জানিয়েছি। এটা করতে আমার করতে ভালো লাগত না, আমার
করতে ইচ্ছা হতো না। কিন্তু এখন আমার ইচ্ছা হয়। ওটিটির নতুন ভালো কাজ দেখে আমার আগ্রহ বেড়েছে।
আর প্রযোজক হিসেবে…
নির্মাণে দেখা যা/বে। আমি একটু বড় সময় বিরতি নিয়েছে। আমার দুই সন্তানই বয়ঃসন্ধির মধ্য দিয়ে যাচ্ছে। আমরা একভাবে এই কৈশোর পার করেছি। কিন্তু বর্তমান প্রজন্মের বয়ঃসন্ধিকাল আমি এখনও বুঝতে পারিনি। ঠিক করে পেরে উঠছি না। এর জন্য আমি বিরতি নিচ্ছি। তবে আশা করছি এই বছরের শেষ নাগাদ একটা শুরু করব।
আপনি কি এই সময় কোন কোন কাজ পছন্দ করেছেন?
অনেক কাজ আছে। আমি আসলে তাদের নাম বলতে পারি না। আমি বলতেও চাই না। আমি খুবই গর্বিত যে বাংলাদেশে এখন অনেক ভালো কাজ হচ্ছে। বিশেষ করে যদি বলি, প্রতিবেশী দেশের একটি ওটিটি প্ল্যাটফর্মে তাদের কাজের চেয়ে বাংলাদেশের কা/জের জয়জয়কার বেশি এবং আমি সম্প্রতি কলকাতায় বাংলাদেশ বইমেলায় গিয়েছিলাম। সেখানে রাস্তাঘাটে, ট্যাক্সিতে, খাবারের দোকানসহ সর্বত্র বাংলাদেশের অভিনেতা-অভিনেত্রীদের জয়গান শু/নেছি। বাংলাদেশি অভিনেতাদের অভিনয়ে তারা মুগ্ধ। মোবাইল ফোনে আমাদের দেশের শিল্পীদের দেখে। নির্মাণগুলো দে/খে। এটা বড় ভাগ্যের ব্যাপার। আমি এটা নি/য়ে খুব গর্বিত।
জয়া-বাঁধনদের মতো ওপারবাংলা সিনেমায় অভিনয় করার ইচ্ছা আছে কি??
যদি আমরা ইচ্ছার কথা বলি, মানুষের ইচ্ছার কোন সীমা নেই। আকাশের সীমা বলে কিছু নাই। আকাশ আমার জন্য সীমা নয়, স্থান আমার জন্য সীমা নয়। আসলে, ইচ্ছা অনেক কি/ছু আছে। ভালো সুযোগ থাকলে তা হতেই পারে। তবে আগে থেকে কিছু বলতে পারছি না।
জীবনে অনেক নাটক ও চলচ্চিত্রে অভিনয় করেছেন। এই সময়ে কোন ধরনের সিনেমা বা কোন ধরনের চরিত্রে কাজ করতে চান?
আমি ওই ধরনের সিনেমা করতে পারি নাকি ওই ধরনের চরিত্র করতে পারি সেটা নির্মাতারাই ভালো জানেন। কিন্তু আমার কিছু করার মতো বিষয় থাকতে হবে। তাহলে যে কোন চরিত্র সুন্দর হয়ে উঠবে।
আরেকটা বিষয়ে, হুমায়ূন আহমেদের সঙ্গে বিয়ের দিন কোনো মজার ঘটনা কি শেয়ার করা যায়?
বিয়ের দিন আমার স্বামী হুমায়ূন আহমেদ আমাকে ১০ লাখ টাকা দিয়ে বলেছিলেন, ‘যাও কিছু গয়না কিনে এসো’। তাই হঠাৎ করে ভাবলাম গয়না কিনব কিভাবে? আমি জানি না কিভাবে কিনতে হয়। কারণ এক জীবনে আমার মা, আমার বাবা একটু একটু করে কি/ছু করে দিয়েছিলেন। কি আর করা, দোকানে গেলাম। দর কষাকষিও করতে পারি না, বুঝিও না। আমিও খুব বড় গয়না পছন্দ করি না। তাই খুব কম দামে ছোট ছোট গয়না কিনলাম। গয়না কেনার পর বাসায় ফিরে হুমায়ূন আহমেদকে ৮ লাখ টাকা ফেরত দিয়ে বললাম, গয়না কেনা শেষ। সে অবাক হয়ে বলল, এটা তোমার বিয়ের গয়না! এটি এতো ছোট গয়না, কিন্তু এটি আমার জন্য একটি বড় স্মৃতি। অনেক বেশি মূল্যবান।
ইমন সাহার সাথে একটি নতুন গানের প্রজেক্ট…
এ বিষয়ে এখনই কিছু বলতে চাই না। কিন্তু রেকর্ডিং শেষ। শিগগিরই ঘোষণা দেওয়া হবে।
প্রসঙ্গত, অভিনয়ে ফেরার কথা জানান তবে বাচ্চাদের জন্য দীর্ঘ বিরতির কথা প্রকাশ করেন অভিনেত্রী শাওন। তবে খুব তাড়াতাড়ি অভিনয়ে ফিরছেন বলে ইঙ্গিত দেন।