
বলিউড সু/পারস্টার সালমান খান।আকাশ ছোঁয়া সাফল্য নিয়ে দীর্ঘ দিন ধরেই বলিউড কাঁপাচ্ছেন জনপ্রিয় এই নায়ক। অভিনয়ের পাশাপাশি বিভিন্ন বিকর্তে জড়িয়ে প্রায় খবরের শিরোনামে আসেন তিন। ব্যক্তিগত জীবনে প্রেমের সম্পর্কে জড়িয়ে থাকলেও এখনো সিঙ্গেল রয়েছেন। ব্যক্তিগত জীবনে প্রেমের সম্পর্কে জড়ানোর বিষয়টি নতুন না হলেও এবার অসম প্রেম জড়ানো নিয়ে যা জানাগেল অভিনেতা সালমান খান সম্পর্কে।
সংগীতা বিজলানি, সোমি আলি, ঐশ্বরিয়া রাই, ক্যাটরিনা কাইফের পর বলিউড ভাইজান সালমান খানের প্রেমে পড়েছেন আরেক অভিনেত্রী। ভাইজানকে ঘিরে এখন গুঞ্জন তিনি, দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় মুখ পূজা হেগড়ে।
ভারতীয় সংবাদমাধ্যম জানায়, সম্প্রতি এক টুইটার ব্যবহারকারীর টুইট সূত্রে এই গু/ঞ্জন ছড়িয়েছে। ‘কিসি কা ভা/ই কিসি কা জা/ন’ ছবির সেটে প্রেমে পড়েন তাঁরা। একসঙ্গে নীরবে সময়ও কাটাচ্ছেন তারা।
গুঞ্জন আরও বাড়িয়ে দিয়েছে, সালমান খান তার প্রযোজনা সংস্থার সাথে আরও দুটি ছবিতে অভিনেত্রীকে চুক্তিবদ্ধ করেছেন।
সালমান খানের থেকে পূজা প্রায় ২৫ বছরের ছোট। অনেকেই বলছেন, সিনেমার প্রচারেও এই প্রেম একটি কৌশল হতে পারে।
সময় বলে দে/বে আসলে সত্যটা কি ? আর এটা সত্যি হলে সালমানের এই সম্পর্ক বিয়ের দিকে নিয়ে যায় কিনা সেটাও দেখতে হবে।
প্রসঙ্গত, প্রেমের গুঞ্জন প্রকৃত সত্যটা সময় বলে এমনটায় মন্তব্য করা হয়। তবে সময়ের বলে দেবে ঘটনা কোনে দিকে যাবে।