আপনার বিয়ের খাওয়ার জন্য আমেরিকায় যাই না, আল্লাহ বাঁচিয়ে রাখলে বিয়ে খেয়ে তার পরে যাবো : জায়েদকে নতূন

বাংলা সিমেনার এক সময়ের সাড়া জাগানো জনপ্রিয় অভিনেত্রী নূতন। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় সিনেমায় অভিনয়ের মাধ্যমে ভক্ত ও দর্শকদের কাছে জনপ্রিয়তা পান। যদিও তাকে এখন আর পর্দায় দেখা যায় না। তবে অন্য তারকাদের মতো সামাজিক মাধ্যমে সরব থাকেন এই অভিনেত্রী। ব্যক্তিগত জীবনের বিভিন্ন বিষয় শেয়ারের মাধ্যমে নিজেকে আপডেট রাখতে দেখা যায় তাকে। এবার অভিনেতা জায়েদ খানের বিয়ের প্রসঙ্গ তুলে যা বললেন জনপ্রিয় অভিনেত্রী নূতন।

অভিনেতা জায়েদ খান নিজেকে ১৮ থেকে ২০ বছরের তরুণ মনে করেন। যাইহোক, উইকিপিডিয়া বলছে তার বয়স ৪০ এ/র ঘরে । এখনো বিয়ে হয়নি। তাহলে মিডিয়াকর্মীদের সামনে পড়লেই প্রশ্নের মুখে পড়েন বিয়ে করছেন কবে? এই প্রশ্নের সম্মুখীন হন। হাসিমুখে উত্তর দেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে জায়েদ বলেন, ‘যতদিন আমি বিয়ে না করি ততদিন আমি তরুণ। ব্যাচেলর হলেও পরিবার পরিচালনা করতে হয়। তাই নিজেকে ফ্যাশন সচেতন হি/সেবে তুলে ধরি। এছাড়া পরিবার শুরু করার জন্য যে মানসিক প্রস্তুতির প্রয়োজন তা আ/মার হয়নি। কবে তিনি মানসিকভাবে প্রস্তুত হবেন তা সময়ই বলে দেবে।’

কথার অর্থ হলো, শিগগিরই বিয়ে করছেন ঢাকাই ছবির এই নায়ক।

তবে শুধু সাংবাদিকরাই জায়েদ খানকে বিয়ে নিয়ে প্রশ্ন করেন না। তিনি জুনিয়র, সমসাময়িক এবং সিনিয়র সহকর্মীদের কাছ থেকেও এমন প্রশ্ন শুনেন। তাদের এক গাল হাসি দিন এবং বিষয় পরিবর্তন করেন।

গতকাল ছাত্রলীগের সাবেক সম্পাদক আল নাহিয়ান খান জয় ও আওয়ামী লীগের আইন উপ-কমিটির সদস্য বায়োজিদের বিয়ের দুটি ছবি শেয়ার করেছেন জায়েদ খান। পোস্টের কমেন্ট বক্সে এসে বিয়ের প্রসঙ্গ আনলেন এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী নূতন।

নূতন মজা করে লিখেছেন, আমি আপনার (জায়েদ খান) এর বিয়ের খাওয়ার জন্য এখনো আমেরিকায় যাই না। আল্লাহ বাঁচিয়ে রাখলে বিয়ে খেয়ে তার পরে যাবো।

প্রসঙ্গত, নূতন তার দীর্ঘ অভিনয় জীবনে কেন্দ্রীয় চরিত্র ছাড়াও তিন শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। সত্তর ও আশির দশকে সুজাতা, সুচন্দা, কবরী, শাবানা, ববিতার ভিড়েও তিনি উজ্জ্বল নক্ষত্র হয়ে আলো ছড়িয়েছিলেন।

তার অভিনীত সিনেমাগুলোর মধ্যে রয়েছে- রাজনর্তকী’, ‘পাগলা রাজা’, ‘রাজলক্ষী শ্রীকান্ত’, ‘বসুন্ধরা’, ‘প্রাণসজনী’ ‘প্রেমবন্ধন’, ‘স্ত্রীর পাওনা’, ‘মানসী’, ‘রাজমহল’, অবিচার’, ‘ফকির মজনু শাহ’’। আবদুল্লাহ ছবিতে তিনি কমেডিয়ান দিলদারের বিপরীতে অভিনয় করেন। তার অসাধারণ নৃত্যশৈলীর কারণে তার সবগুলো চলচ্চিত্রই দর্শকদের কাছে জনপ্রিয়তা পেয়েছে। তিনি কীর্তনীয়া, শাস্ত্রীয়, কত্থক, ভরতনাট্যম, সর্পণর্ত্য, বাউল, লোকজ, আধুনিক, পাশ্চাত্য-বৈশিষ্ট্য সহ বিভিন্ন নৃত্য স/মাহারে আবির্ভূত হয়েছেন।

প্রসঙ্গত, অভিনেতা জায়েদ খানের বিয়ে খাওয়ার অপেক্ষায় দেশ ছাড়ছেন না বলে মজার ছলে জানান অভিনেত্রী নতূন। বিয়ের প্রসঙ্গে তুলেই এমন মজার কথা মালা ছড়ে দেন জায়েদের উদ্দেশ্য তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *