
ক্ষমতাসীন আওয়ামীলীগ বিনা ভোটে ক্ষমতা দখল করে দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বং/স করে দিয়েছে।যার ফলে দেশের জনগণ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত হচ্ছে। ক্ষমতার ধারাবাহিকতায় সরকার জাতিকে মেধা শূন্য করতে এবার শিক্ষা ব্যবস্থাকে শেষ করে দেওয়া পরিকল্পনা করছে যার প্রমাণ পাঠ্য বইতে ভুল ইতিহাস তুলে ধরা হয়েছে। পাঠ্যপুস্তকে ইতিহাসকে বি/কৃতি করে জাতির শি/কড় ধরে টান দিয়েছে ম/ন্তব্য করে যা বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পাঠ্যপুস্তকে ইতিহাস বিকৃতি ও ভুল তথ্য দিয়ে জাতির শিকড় ধ/রে টান দেওয়া হ/য়েছে, এই সরকার একটা নতজানু ও ব্যর্থ জাতি গঠনে পরিকল্পিতভাবে কাজ করছে। তারা আমাদের শি/কড় টান দিয়েছে। শিক্ষা ব্যবস্থায় হাত দিয়েছে ভবিষ্যৎ প্রজন্মকে ব্যর্থ করতে। কিন্তু কেউ প্রতিবাদ করছে না। আমাদের আলাদা সংস্কৃতি, ঐতিহ্য ও পরিচয় রয়েছে। সত্যকে সত্য বলতে আর মিথ্যাকে মিথ্যাকে ভয় কেন?
বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে পাঠ্যপুস্তকের ত্রুটি নিয়ে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
রাজধানীর সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে বিএনপির উদ্যোগে এবং ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউটাবি) সহযোগিতায় ‘অকার্যকর পাঠ্যক্রম ও নিম্নমানের পাঠ্যপুস্তক: দেশের ইতিহাস, ঐ/তিহ্য ও সংস্কৃতি’ ধ্বং/সের নীলনকশা’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করা হয়।
এবিএম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে এবং মোর্শেদ হাসান খান ও হেলেন জেরিন খানের পরিচালনায় সভায় সংশ্লিষ্ট বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের মহাসচিব অধ্যাপক ড. মোঃ সিরাজুল ইসলাম ও প্রফেসর ড.শাহ শামীম আহমেদ।
মির্জা ফখরুল বলেন, পাঠ্যপুস্তকে ইতিহাস ও অনেক ভুল ভরা তথ্য সংযোজন করা হয়েছে। আর সেগুলো শেখানো হচ্ছে নতুন প্রজন্মের শিশুদের। যারা পাঠ্যক্রম তৈরি করেন তারা কি চিন্তা করেন যে শিশুরা কী শিখছে? জাতির মূ/ল স্থান শিক্ষা। আর তাতেই হাত দিয়েছে সরকার। এতক্ষণে অরিন্দম কহিলা বিষণ্ণ।
‘এটাকে ইস্যু বানাবেন না’- শিক্ষামন্ত্রীর বক্তব্যের জবাবে তিনি বলেন, ‘আপনি আমার শিকড় ধরে টান দেবেন, আর আমি ইস্যু বানাব না, কথা বলব না! আপনি আমার পুরো চরিত্র পরিবর্তন করতে চান, আমার ব্যক্তিত্ব পরিবর্তন করতে চান এবং আমি ইস্যু তৈরি করব না? অবশ্যই এটি একটি বড় ইস্যু এবং এটি জাতির অস্তিত্বের একটি ইস্যু।
তিনি আরও বলেন, সরকার যা খুশি তাই করছে। দিন হল রাত আর রাত হল দিন। মুরগির ডিমকে ঘোড়ার ডিম বলা হয়। আমরা যেন কেউ বেঁচে নেই। ঘা দিয়েও বাঁচা/নো যাচ্ছে না।জেগে উঠতে হ/বে। আমার পরিচয় ও ইতিহাস, ঐতিহ্য রক্ষায় আমাকে জাগতে হবে। ভুল ভরা পাঠ্যবই অবিলম্বে বাতিল করতে হবে।
প্রসঙ্গত, সরকার জাতিকে ভুল পথে নিবে আর সেগুলো চেয়ে চেয়ে দিখবে প্রতিবাদ করব না প্রশ্ন উঠে না মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এমন ধরনে কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না।