
বাংলা চলচ্চিত্রের জ/নপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। একই সঙ্গে দুই বাংলার ভক্ত ও দর্শকদের নিকট সুমান ভাবে জনপ্রিয়তা পেয়েছেন তিনি। সম্প্রতি হিন্দি সিনেমায়ও নাম লেখিয়েছেন তিনি। সিনেমার পাশাপাশি ব্যক্তিগত জীবনের নানা ঘটনার মাধ্যমে প্রায় আলোচনায় থাকেন তিনি। এবার ব্যক্তিগত জীবনের প্রসঙ্গ তুলে যে কথা জানালেন অভিনেত্রী জয়া আহসান।
বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। শুধু বাংলাদেশেই নয়, ওপার বাংলায়ও তিনি জনপ্রিয়।
বৃহস্পতিবার জয়া সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু নতুন ছবি পোস্ট করেছেন। সেখানে দেখা যায়, প্রকৃতিতে নিজেকে খুঁজছেন তিনি।
ছবির ক্যাপশনে জয়া লিখেছেন- ‘আমি মানুষের কথা ভাবতে চাইনি। আমি গাছ, গন্ধ এবং রং চেয়েছিলাম। কাঠের পালা ছায়া, যে ভাষা বলেছে আমি তা বুঝতে পেরেছি।’
তিনি আরও লেখেন – আমার ইচ্ছা ছি/ল ‘আমি যদি এর মধ্যে অদৃশ্য হয়ে যেতে পারতাম। শীতকালে পাখি বা শেয়ালের মতো ব/সবাস করতে পারতাম। এবং আমি যা দেখেছি, তা আমাকে ছাড়া তাদের সমাধান করতে ছেড়ে যেতে পারতাম।’
তবে এসব মন্তব্যে নির্বিকার এই অভিনেত্রী। এ প্রসঙ্গে জয়া আহসান কিছুদিন আগে টাইমস অব ইন্ডিয়াকে বলেন- ‘আমি আর খারাপ মন্তব্য নিয়ে বেশি ভাবি না। এটা আমাদের জীবনের একটি অংশ হয়ে গেছে। যে কেউ এখন অন্য কারও সম্পর্কে যা খুশি বলতে পারে।’
উল্লেখ্য, ছয় বছর আগে নুরুল আলম আতিকের ‘পেয়ারার সুবাস’ সিনেমায় অভিনয় করেছিলেন জয়া আহসান। শুটিং শেষ হলেও নানা কারণে ছবিটি মুক্তি পায়নি। কয়েকদিনের মধ্যেই মুক্তি পেতে যাচ্ছে ছবিটি।
প্রসঙ্গত, জীবনে বেঁচে থাকার প্রসঙ্গে ভিন্ন অনুভূতির প্রকাশ করেন অভিনেত্রী জয়া আহসান। তিনি বলেন, মুক্ত ভাবে বেঁচে থাকার মধ্যে অন্য এক স্বাধীনতা।