
বলিউডের জনপ্রিয় নায়ক অভিষেক বচ্চন। অভিনয় সাফল্যে বলিউড সিনেমায় নিজের আধিপাত্য বিস্তার করে নিয়েছেন তিনি। অভিনয়ের সঙ্গে সঙ্গে ব্যক্তিগত জীবনের নানা ঘটনাকে কেন্দ্র করে মাঝে-মধ্যেই খবরের শিরোনামে আসেন তিনি। এবার ব্যক্তিগত জীবনের প্রসঙ্গ তুলে যা বললেন অভিনেতা অভিষেক বচ্চন।
ঐশ্বরিয়া রাই জীবনে আসার পর অভিষেক বচ্চনের সবকিছু বদলে যায়। বিয়ের আগে একই ছবিতে একসঙ্গে কাজ করছিলেন এই জুটি। ২০০০ সালে ‘‘ঢাই অক্ষর প্রে/ম কে’’ এবং ২০০৩ সালে ‘কুছ না কাহো’ দিয়ে ঐশ্বরিয়া-অভিষেকের প্রেম প/র্দা ছাপিয়ে জীবনে।এরপর থেকে তারা বন্ধু হিসেবে একসঙ্গে চলছেন। তাদের পারস্পরিক বোঝাপড়া এবং রসায়ন থুনকো বিবাহের যুগে একটি নজির স্থাপন করেছিল।
৫ ফেব্রুয়ারি অভিষেকের জন্মদিন। ৪৭ বছর পূর্ণ করেছেন এই অভিনেতা। ঐশ্বরিয়ার চোখে আজও তিনি একজন “রুচিশীল, প্রেমময়, ভদ্র-শান্ত মানুষ। উজ্জ্বল শিরস্ত্রাণ সহ একজন যোদ্ধা।” বিয়ের পর দুজনে একসঙ্গে অভিনয় করেন মণি রত্নমের ‘রাবন’ ছবিতে। কন্যা আরাধ্যা তাদের জীবনে উপহার হয়ে এসেছে। তার বয়স এখন ১১ বছর। এই দীর্ঘ যাত্রায় ঐশ্বরিয়ার উপস্থিতি অভিষেককে কীভাবে ছায়া দিয়েছে? নায়ক জানালেন।
তাঁর কথায়, “আমায় আত্মবিশ্বাসী করেছে, আমার স্ত্রী ঐশ্বর্যা। আগে আমার মধ্যে সে/ই মর্যাদাবোধ ছিল না। আমি পরিবারের সবার ছোট। বড় বোনের বিয়ে হয়েছে অনেক আগেই। ঐশ্বরিয়া আমাকে সিংহীর মতো ধরে রেখেছে। আগে আমি কিছুতেই থাকতাম না। আমি দায়িত্ব নিইনি। তবে বিয়ের পর স্বাভাবিকভাবেই বুঝি, দায়িত্ব নিতে ভালো লাগে। আমি এখন দায়িত্বশীল ব্যক্তি যে তার স্ত্রীর যত্ন নেয়, তার যত্নে নি/জেকে সঁপে দিতে চা/য়।
অভিষেক প্রাইম ভিডিও সিরিজের দ্বিতীয় সিজনে ফিরে এসেছেন ‘ব্রিড: ইনটু দ্য শ্যা/ডোজ’। অন্যদিকে, দক্ষিণের হিট ছবি ‘পোন্নিয়িন সেলভান ১’-এর জনপ্রিয় মুখ হয়ে উঠেছেন ঐশ্বরিয়া। ছবিটির দ্বিতীয় পর্বেও দেখা যাবে তাকে। কয়েক মাস পর মুক্তি পাবে।
প্রসঙ্গত, বিয়ের পরে জীবন পুরোটায় বদলে গেছে আর এর কৃতিত্ব পুরোটাই স্ত্রী ঐশ্বরিয়া রায়ের বলে জানালেন অভিষেক বচ্চন। তিনি আরও বলেন, বিয়ের কারণে তার এমন পরিবর্তন হয়েছে।