আমার অল্প বয়সের কারণে আমি একটি ভুল করেছি : পূজা

নতুন প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরি। স্বল্প সময়ে নিজের অবস্থান করে নিয়েছেন বাংলা সিনেমা জগতে। সিনেমা সাফল্যে ক্যারিয়ারে সোনালী সময় পার করছেন তিনি। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবনে বিভিন্ন ঘটনার জন্ম দিয়ে প্রায় খবরের শিরোনাম হয়ে থাকেন তিনি।সম্প্রতি শাকিব খানের সঙ্গে সম্পর্কে জড়িয়ে ব্যাপক আলোচনায় এসেছিলেন। জাজ মাল্টিমিডিয়ায় ফেরার মন্তব্য করে যা জানালেন অভিনেত্রী পূজা চেরি।

ভুলের জন্য সবার কাছে ক্ষমা চেয়েছেন পূজা চেরি। কোন সমস্যা? কী ভুল ছিল তা তিনি উল্লেখ করেননি। নিজেকে জাজ মাল্টিমিডিয়ার অংশ হিসেবে উল্লেখ করে সোমবার বিকেলে সবার কাছে আন্তরিকভাবে ক্ষমা চেয়েছেন ঢাকাই চলচ্চিত্রের এই উঠতি অভিনেত্রী।

একটি স্ট্যাটাস দিয়েছেন পূজা চেরি। যাকে আবদুল আজিজের লেখা বলে মনে করছেন নেটিজেনরা। এই ক্ষমা চাওয়ার পরই জাজে ফিরে যাচ্ছেন পূজা।

ফেসবুকে তিনি লিখেছেন, ‘আমি পূজা চেরি। জাজ আমাকে একজন নায়িকা হিসেবে লঞ্চ করেছিল যখন আমার বয়স ১৪। আমি জাজের সৃষ্টি, জাজের মেয়ে। আমি জাজকে শুধু জাজ মনে করতাম। কিন্তু আসলে জাজ মানেই আব্দুল আজিজ ভাই, খোকন ভাই, বাপ্পি ভাই, মাহি আপু, ফারিয়া আপু, রোশান, সিয়াম, সৈকত নাসির ভাই, রাফি ভাই সহ আরো অ/নেকে মিলেই জাজ।

ক্ষমা চেয়ে পূজা চেরি বলেন, ‘আমার অল্প বয়সের কারণে আমি একটি ভুল করেছি। আমি সবার কাছে ক্ষমাপ্রার্থী। আপনার ছোট বোন এবং সহকর্মী হিসাবে আমাকে ক্ষমা করুন।

ভুল নিয়ে কিছু না বললেও, শাকিব খানের সঙ্গে রোমান্সের গুঞ্জন উঠেছিল সম্প্রতি, সেটাই ইঙ্গিত করছেন নেটিজেনরা।

তবে শাকিব খানের ঘনিষ্ঠ একটি সূত্র বলছে, শাকিব খানের কাছাকাছি যেতে পারছেন না এই অভিনেত্রী। স্বাভাবিকভাবেই আবার ফিরে যাচ্ছেন আব্দুল আজিজের কাছে।

নেটিজেনরা বলছেন, এই স্ট্যাটাসটি আবদুল আজিজ লিখেছেন, কারণ আবদুল আজিজ বা জাজ মাল্টিমিডিয়া থেকে এমন ভাষা এবং বিরামচিহ্ন ব্যবহার করে পোস্ট করা হয়।

প্রসঙ্গত, বর্তমানে নিজের অবস্থান ভাল না হওয়া আবার জাজে ফিরে যাচ্ছেন অভিনেত্রী পূজা এমনটায় বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে। তবে কির কারণে হঠাৎ ক্ষমা চেয়েছেন তা স্পষ্ট করেননি তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *