আমার জন্যে ছেলে খুঁজে দিলেই জীবনটা সাজাতে পারব : পরিণীতি

বলিউড সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরিণীতি চোপড়া। স্বল্প সময়ের মধ্যেই নিজের আধিপাত্য বিস্তার করে নিয়েছেন বলি পাড়ায়। একের পরে এক জনপ্রিয় সিনেমা ‍উপহার দিয়ে ভক্ত ও অনুরাগীদের নিকট ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন এই অভিনেত্রী। এবার বলিউড তারকাদের বিয়ের সুরে নিজেকেও মিলানো প্রসঙ্গ তুলে যা জানালেন অভিনেত্রী পরিণীতি চোপড়া।

বলিউডে একের পর এক বিয়ের ঘণ্টা বাজছে। সম্প্রতি বিয়ে করেছেন সিদ্ধার্থ মালহোত্রা-কিয়ারা আদভানি এবং আথিয়া শেট্টি-কেএল রাহুল। তাদের দেখেই বিয়ের সুপ্ত ইচ্ছা প্রকাশ করেন অভিনেত্রী পরিণীতি চোপড়া।

সম্প্রতি ভারতীয় একটি সংবাদ সংস্থার সঙ্গে আলাপকালে নিজের সুপ্ত ইচ্ছার কথা জানান এই অভিনেত্রী বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম আনন্দবাজার।

পরিণীতি স্বীকার করেছেন যে তিনি একা, তিনি এখনও তার জন্য উপযুক্ত পুরুষ খুঁজে পাননি। নিজের ব্যক্তিগত ও পেশাগত জীবন সম্পর্কে জানতে চাইলে অভিনেত্রী রসিকতা করে বলেন, ‘আপনারা আমার জন্যে একটি ছেলে খুঁজে দিন দেখি! দিলেই আমার জীবনটা সাজাতে পারব। এ বিষয়ে আপনার কোনো পরামর্শ থাকলে বলুন, আমি শুনছি।

বিয়ে করতে চান বলে জানিয়েছেন চৌত্রিশ বছর বয়সী এই অভিনেত্রী। তিনি সন্তানের মা হতেও ভালো লাগবে বলেন জানান। তবে ক্যারিয়ারে ভারসাম্য রাখতে চান তিনি। পরিণীতি বলেন, ‘উত্থান-পতন দুটোই মেনে নিতে পারি। আমি আমার পরিবার এবং বন্ধুদের সাথে সুখী হতে চাই।’

বলিউডে তার সমসাময়িক অনেকেই বিয়ে করছেন। এ প্রসঙ্গে অভিনেত্রী খোলাখুলি বলেন, ‘ওরা সবাই আমার বন্ধু, আমি সত্যিই খুশি যে ওরা বিয়ে করেছে। অনেকেই দীর্ঘদিনের সম্পর্কের মধ্যে ছিলেন। তারা একসঙ্গে এত বছর কাটিয়েছে, বিয়ে স্বাভাবিক পরবর্তী ধাপ। আমার মনের মানুষটির সাথে যেদিন দেখা হবে, সেদিনই আমি প্রেমে পড়ে যাব, আমি অবশ্যই তাকে বিয়ে করতে চাইব।

এদিকে, পরিণীতির জন্য ২০২২ সাল ভালো গেছে। সুরাজ বরজাতিয়ার ‘উঁচাই’ ছবিতে তার অভিনয় প্রশংসিত হয়।

প্রসঙ্গত, অন্যান্য সমসাময়িক তারকাদের মতই নিজেও বিয়ের পিঁড়িতে বসার প্রত্যাশা ব্যক্ত করেছেন অভিনেত্রী পরিণীতি চোপড়া। তিনি বলেন, সবার মতই আমিও বিয়ে ও সংসার করতে চায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *