
হালের আলোচিত অ/ভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। অভিনয় সাফল্যে ক্যারিয়ারে বেশ ভাল মুতূর্ত কাটাচ্ছেন এই অভিনেত্রী। যদিও স্বামী সন্তান নিয়ে ব্যস্ত সময় পার করছেন যার কারণে অভিনয়ে নিয়মিত হতে পারচ্ছেন না বলে জানান। ব্যক্তিগত জীবনে মেয়ে ইলহামের প্রসঙ্গ তুলে ধরে যা জানালেন অ/ভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।
নির্মাতা মোস্তফা সারায়ার ফারুকীর ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা দ/ম্পতির ঘর আলোকিত করে রে/খেছেন রেখেছে মেয়ে ইলহাম নুসরাত ফারুকী। ১১ বছর সংসার করার পর তারা ৫ জানুয়ারী, ২০২২-এ বাবা-মা হন।
এদিকে দীর্ঘ বিরতির পর পর্দায় ফিরছেন তিশা। গতকাল ১০টি প্রেক্ষাগৃহে তার ‘বীরকন্যা প্রীতিলতা’ মু/ক্তি পেয়েছে অপেক্ষায় রয়েছে আরও বেশ কয়েকটি সিনেমা।
তিশা গণমাধ্যমকে বলেন, বড় পর্দায় নিজেকে দেখতে সব সময়ই দারুণ লাগে। আগেও বড় পর্দায় সিনেমা দেখেছি তখনও একই অনুভূতি পেয়েছি। তবে এই মুভিটা আমার জন্য একটু স্পেশাল। কারণ, দীর্ঘ ব্যবধানের পর আমার সিনেমা মুক্তি পেয়েছে। এর মধ্যে আমার জীবনের অনেক কিছু চেঞ্জই হয়ে গেছে। আমি মা হয়েছি। তাই মা হওয়ার পর এটাই আমার প্রথম ছবি।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ইলহামকে সঙ্গে করে নিয়ে সিনেমাটি দে/খার ইচ্ছা ছিল। কিন্তু সমস্যা হল ইলহামের বয়স এতই কম যে এখনও অনেক মানুষের, সিনেমা হলের আওয়াজ নেওয়ার মতো বয়স হয়নি। তবে তিনি খুব ভালো আছে। সবে কয়েক দিন আগে এক বছরে পড়ল ইলহামের । বড় হচ্ছে সে প্রতিদিন নতুন নতুন জিনিস শিখছে এবং আমাকে অবাক করে দিচ্ছে।
তিশা বলেন, দীর্ঘ বিরতি ইলহামের কারণে। এখন একটু একটু করে কাজে ফেরার চেষ্টা করছি। পুরোপুরি ফিরতে আরও বেশি সময় লাগতে পারে। তবে এ বছর বেশ কিছু চলচ্চিত্র ও ওটিটি কাজের জ/ন্য কথা হচ্ছে। শিগগিরই একটি নতুন ছবির খবর দিতে পারব।
প্রসঙ্গত, সন্তানের কারণে অভিনয়ে নিয়মিত হচ্ছে পারছি না বলে মন্তব্য করেন অভিনেত্রী তিশা। তবে অচিরেই নিয়মিত হবার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।