আমার রাজা হতে ইচ্ছে করে না, আমি মানুষ হতে চেষ্টা করছি : কাদের সিদ্দিকী

আওয়ামীলীগ সরকারের ক্ষমতার ধারবাহিকতায় দেশে দু/র্নীতি ও লু/টপাটের কারণে দেশের অর্থনৈতিক ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। যার দায় ভোগ করছে দেশের মানুষে। লাগামহীন দ্রব্য মূল্যে দিশেহারা দেশের সাধারন মানুষ। অথচ উন্নয়নের গান গুনিয়ে যাচ্ছে সরকারের মন্ত্রী-এমপিরা। দেশের মানুষ কষ্টে রয়েছে সে বিষয় নিয়ে সরকারের কোনো মাথা ব্যাথা নেই তারা ক্ষমতায় ধরে রাখতে ব্যস্ত। দেশের জনগন ভাল নেই মন্তব্য করে যা বললেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, দেশ ও জনগণ আজ ভালো নেই। আমরা যু/দ্ধ করে দেশ স্বাধীন করেছি কিন্তু দেশের সার্বিক চিত্র আজ ভয়াবহ আকার ধারণ করেছে।

সোমবার (৬ মার্চ) সন্ধ্যায় টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাঞ্চনপুর এলাহিয়া বিএ ফাজিল মাদ্রাসা মাঠে ইউনিয়ন কৃষক শ্রমিক জনতা লীগের এক জনসভায় তিনি এসব কথা বলেন।

কাদের সিদ্দিকী বলেন, ‘নৌকা, নাঙ্গল ও ধানের শীষ দিয়ে শরীর মোছা যায় না। গামছ একটা এমন জিনিস যা দিয়ে মানুষ সব কিছু করেতে পারে।এই গামছার হাতকে শক্তিশালী করে আগামী নির্বাচনে সবাই গামছা প্রতীকে ভোট দিয়ে জয়ী করুন।’

তিনি আরও বলেন, ‘আজ আমার রাজা হতে ইচ্ছে হয় না, বাদশা হতে ইচ্ছে হয় না। আমি মানুষ হওয়ার চেষ্টা করছি। সাধারণ মানুষ ও আমাদের কর্মীরা মনে করে আমি এমপি হব, মন্ত্রী হব, ক্ষমতা পাব, কিন্তু সে বিষয়ে আমার কোনো ধারণা নেই। আল্লাহ আমাকে ইতিমধ্যে অনেক ক্ষমতা দিয়েছেন। যতদিন বেঁচে আছি আপনাদের সাথে বাঁচতে চাই। আমি সাধারণ মানুষকে সাথে নি/য়ে চলতে চাই।’

বক্তব্য রাখেন কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমান তালুকদার বীরপ্রতীক, কাদের সিদ্দিকীর ছোট ভাই কৃষক শ্রমিক জনতা লীগ নেতা শামীম আল মুনসুর আজাদ সিদ্দিকী, উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি রাহাত হাসান টিপু ও উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগ নেতা রাহাত হাসান টিপু। মাঝে মাঝে. বিন জাফর প্রমুখ।

প্রসঙ্গত, ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করি না সাধারন মানুষের পাশে থাকার উদ্দেশ্য দল রাজনীতি করছি মন্তব্য করেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। তিনি বলেন, বাকি জীবনটা মানুষের জন্য কাজ করে যেতে চায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *