আমি এখনও বুড়ো হইনি, আমি আমার জীবনটা উপভোগ করছি : জায়েদ

ঢালিউড সিনেমা আলোচিত অভিনেতা জায়েদ খান। যদিও অভিনয়ের চেয়ে বিতর্কিত মন্তব্যের কারণে ব্যাপক আলোচনায় থাকতে দেখা যায় তাকে। নিজের সিঙ্গেল থাকা প্রসঙ্গে মাঝে-মধ্যেই নানা মন্তব্যে করে থাকেন এই অভিনেতা। এবার বিয়ে প্রসঙ্গে নিজের অবস্থান সম্পর্কে জানিয়ে যা বললেন অভিনেতা জায়েদ খান।

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক জায়েদ খান। যদিও তার সমবয়সীদের এবং জুনিয়র শিল্পীরা বিয়ে শুরু করেছে, তবে এখনোও না/য়কের বিয়ের সানাই বাজেনি। যতদিন সে সংসার শুরু করবে না ততদিন সে নিজেকে যুবক ভা/ববেন তিনি!

জায়েদ খানের মন্তব্য, ‘আমি এখনও বুড়ো হইনি। যতদিন পর্যন্ত সং/সার না হয়, ততক্ষণ পর্যন্ত আমি যুবক। আমি আমার জীবনটা উপভোগ করছি।’

তিনি আরও বলেন, ‘জন্ম-মৃত্যু-বিবাহ আল্লাহর হাতে। এখনো বিয়ের জন্য মানসিকভাবে প্রস্তুত নেইনি। আমার সংসার হলে মন দিয়ে করব।

নায়ক আগেই জানিয়েছিলেন সবুরের ফল স/বসময়ই মিষ্টি। আমার বাবা-মা তাদের জীবদ্দশায় আমার বিয়ে দেখতে পারেননি। তারা আমার বিয়ে দেখতে চেয়েছিল। এখন আমার দুই ভাই ও এক বোন আছে। সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিলে সবাইকে সঙ্গে নিয়েই আয়োজন করে বিয়ে করব।

প্রসঙ্গত, জায়েদ খানের ভাষায় যতক্ষন বিয়ে করছেন না সে নিজেকে যুবক মনে করেন। তাছাড়া সংসার না করা পর্যন্ত সে নিজেকে যুবক ভাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *