
ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমনি। অভিনয়ের থেকে ব্যক্তিগত জীবনে জন্য বেশি আলোচিত হয়েছেন তিনি। মাত্র কয়েক দিনের সম্পর্কে জড়িয়ে গোপনে বিয়ে করেন অভিনেতা শরিফুল রাজকে। যদিও রাজের সঙ্গে সাংসারিক জীবন খু্বই ভাল কাটছিল তার বিভিন্ন সময়ে তাদের জীবনের সুন্দর মুহূর্তগুলো শেয়ারের মাধ্যমে প্রকাশ করাতে। কিন্তু সম্প্রতি স্বামী রাজের সঙ্গে সাংসারিক দ্বন্দ্বে জড়িয়ে বিচ্ছেদের ইঙ্গিত দিলে নতুন করে আলোচনার সৃষ্টি এই জুটিকে নিয়ে। এবার ব্যক্তিগত জীবনে অভিনয় প্রসঙ্গ তুলে যা জানালেন অভিনেত্রী পরীমনি।
তারকা খচিত নওধারা প্রেজেন্টস বিফা অ্যাওয়ার্ডস ২০২৩ সমাপ্ত হয়েছে। শনিবার রাজধানীর বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে বিফা অ্যাওয়ার্ডের দ্বিতীয় আসর অনুষ্ঠিত হয়।
এ আয়োজনে ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা পরীমনি ‘মুখোশ’ ছবির জন্য সেরা চলচ্চিত্র অভিনেত্রী (সমালোচক) পুরস্কার পান।
পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত পরীমনি বলেন, এসব আনন্দ তার জীবনকে দিন দিন পরিপূর্ণ করে তুলছে।
পুরস্কার গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে অনুভূতি প্রকাশ করতে গিয়ে পরীমনি বলেন, ‘পুরস্কার আমাকে সবসময় আনন্দ দেয়। তবে আমি অনুভব করি যে জীবনে আনন্দগুলি দিন দিন আরও ভিড় করছে, এটি সত্যিই রঙিন।
নিজের কাজ চালিয়ে যাওয়ার বিষয়ে এই অভিনেত্রী বলেন, ‘আমি থেমে যাবো, যেদিন আমার দর্শকরা আমাকে ভালোবাসা থামিয়ে দেবে, সেদিন। কিন্তু আমি এটা বিশ্বাস করতে চাই এবং বিশ্বাস করি; আমার শ্রোতারা আমাকে যেভাবে ভালোবাসে, যেভাবে তারা আমাকে সব কিছুর জন্য সমর্থন করে, আমার পাশে থা/কেন, আমি বিশ্বাস করি যতদিন আমি এখানে আছি তাদের জন্য ভালো কাজ করব এবং তারা আমার পাশে থাকবে।’
প্রসঙ্গত, দর্শকরা যত দিন আমাকে চাইবে ততো দিন আমি কাজ করে যাব বলে জানান অভিনেত্রী পরীমনি। তিনি বলেন, দর্শকদের চাওয়ায় নির্ভর করবে অভিনয় করবো কিনা।