আমি বিছানায় চূড়ান্তভাবে সক্ষম, নারীরা আমাকে সমৃদ্ধ করেছেন : কবীর সুমন

বাংলা গানের ভুবনের জনপ্রিয় কন্ঠশিল্পী কবীর সুমন। অসংখ্য জনপ্রিয় গান উপহারে মাধ্যমে আগেই দর্শক ও ভক্তদের মনে স্থান করে নিয়েছেন। তিনি একই সঙ্গে একাধিক কাজের সঙ্গে জড়িয়ে ব্যস্ত সময় কাটান। শুধু নয় রাজনীতিতে সক্রিয় ছিলেন তিনি। এবার ব্যক্তিগত জীবনের প্রসঙ্গে খোলামেলা মন্তব্য করে যা জানালেন কষ্ঠশিল্পী কবীর সুমন।

প্রখ্যাত সঙ্গীতজ্ঞ, গীতিকার, সুরকার, গায়ক, সঙ্গীত পরিচালক, সাংবাদিক, লেখক ও সাবেক সংসদ সদস্য কবির সুমন। তিনি যেমন গানের মানুষ, তেমনি রাজনীতি সচেতনও। বৃহস্পতিবার (১৬ মার্চ) এই প্রবীণ শিল্পী পঁচাত্তর বছরে পা দিলেন।

এই বয়সেও সুর আর কবির সুমন অবিচ্ছেদ্য! বয়সকে বৃদ্ধ আঙুল দেখিয়ে নিয়মিত সঙ্গীত চর্চা চালিয়ে যাচ্ছেন। নতুন নতুন গানের রেকর্ডিং করছেন। কিন্তু এই বয়সেও কবির সুমন এত শক্তি পায় কোথায়? জন্মদিন উপলক্ষে একটি ভারতীয় সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই প্রশ্নের সম্মুখীন হন।

উত্তরে কবির সুমন বললেন- ‘কাম! মুক্ত কা/ম! যেখানে অশ্লীলতা সব। বৃদ্ধ হওয়ায় রাতে ভালো ঘুম হয় না। ত কিন্তু আমি বিছানায় চূড়ান্তভাবে সক্ষম। নারীরা আমাকে সমৃদ্ধ করেছেন। আমার শক্তি প্রেম এবং নতুন ধারণা আবিষ্কার। ঘনিষ্ঠতা নয়, শরীর দিয়ে প্রেম করতে হবে, ভালোবাসা ও সন্মান দিয়ে। তা ছাড়া আমাদের শাস্ত্রীয় সঙ্গীতের বিভিন্ন রাগ ও মেজাজ আমাকে বাঁচিয়ে রাখে।’

কোনো স্বপ্ন কি এখনও আপনাকে তাড়া করে? জবাবে কবির সুমন বলেন, ‘অবশ্যই। যেমন আমার স্বপ্ন ছিল সিনেমা বানানো। এক সময় সিনেমা নিয়ে পড়াশোনা করতাম সিরিয়াসলি। বাংলাদেশে একটি টেলিফিল্ম করেছি। হয়তো একদিন আবার সিনেমা বানাবো। আমার আরেকটি স্বপ্ন আছে, আমি নাচে কাজ করতে চাই। খুব তাড়াতাড়ি কাজ শুরু করব। রবীন্দ্রনাথের নৃত্যনাট্য নিয়ে খুব বেশি কাজ হয়নি। আমার মনে হয় না এটা আর হবে।’

১৯৯২ সালে কবির সুমন ‘তোমাকে চাই’ শিরোনামের একটি গানের অ্যালবাম প্রকাশ করে শ্রোতাপ্রিয়তার শীর্ষে পৌঁছেছিলেন। জীবনমুখী বাংলা সঙ্গীতের প্রবর্তক হিসেবে দুই বাংলার শ্রোতারা তাকে স্বাগত জানান। তিনি একসময় স্থানীয় রাজনীতিতে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। পরে তিনি যাদবপুর কেন্দ্র থেকে তৃণমূলের সাংসদ নির্বাচিত হন। যদিও তিনি এখন আর রাজনীতির সঙ্গে নেই।

প্রসঙ্গত, জীবনের এই বয়সে এসেও পাল্লা দিয়ে কাজ করে যাচ্ছেন কন্ঠশিল্পী কবির সুমন। তবে এখন আরও অনেক বিষয় নিয়ে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন এই প্রখ্যাত গায়ক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *