আরাভ নামে আমি কাউকে চিনি না, আমার সাথে তার পরিচয়ও নাই : বেনজীর

সম্প্রতি দুবাইয়ের স্বর্ণ ব্যবসায়ী আরাভ খানের দোকান উদ্বোধনকে কেন্দ্র করে নতুন তথ্য প্রকাশ হয় গণমাধ্যমে। সেখানে বলা হয় ওলরাউন্ড সাকিব খান, হিরো আলমসহ অনেক দেশের তারকারা যে সোনার দোকান উদ্বোধন করতে গেছে তার মালিক আরাভ খান বাংলাদেশের পুলিশ হ/ত্যাকাণ্ডের ফেরারি আসামি। বিষয়টি নিয়ে শুর হয় ব্যাপক আলোচনা-সমালোচনা। এবার সেই আরাভ খানকে নিয়ে যা বললেন (সাবেক আইজিপি) ড. বেনজীর আহমেদ।

দুবাইয়ের স্বর্ণ ব্যবসায়ী আরাভ খান ওরফে রবিউল ইসলামকে চেনেন না বলে দাবি করেছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক স্ট্যাটাসের মাধ্যমে তিনি এ তথ্য জানান।

শনিবার (১৮ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে বেনজির আহমেদ তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে দাবি করেন যে তিনি আরাভ খান নামে কাউকে চেনেন না, এমনকি তার সঙ্গে কোনো পরিচয়ও নেই।

সাবেক এই আইজিপি তার ফেসবুক পেজে লিখেছেন, সম্মানিত দেশবাসী, আমি আপনাদের সবাইকে আশ্বস্ত করতে চাই এবং পুরোপুরি নিশ্চিত করতে চাই যে, আমি আরাভ ওরফে রবিউল ওরফে হৃদয়, নামে আমি কাউকে চিনি না। আমার সাথে তার এমনকি প্রাথমিক পরিচয়ও নাই।

আমি আমার পুরো আইন প্রয়োগকারী কর্মজীবন কাটিয়েছি খু/নি, স/ন্ত্রাসী, মা/দক ব্যবসায়ী, চো/রাকারবারী, নকল ও অপরাধীদের বিরুদ্ধে লড়াই করেছি, কখনো মিত্র নই।

আপনাদের অফুরন্ত ভালবাসা, সমর্থন এবং সহযোগিতার জন্য আপনাদের অনেক ধন্যবাদ।

এদিকে শনিবার পুলিশ হ/ত্যা মামলার আসামি দুবাইয়ের স্বর্ণ ব্যবসায়ী আরাভ খানের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাকে (আরাভ খান) গ্রেপ্তারে ইন্টারপোলের সহায়তা চাওয়া হয়েছে। দেশে ফেরার সব ধরনের চেষ্টা চলছে।

প্রসঙ্গত, আরাভ নামের ওই পুলিশ হ/ত্যাকাণ্ডের আসামিকে চিনি না শুধু তাই নয় তার পরিচয় সম্পর্কেও আমার জানা নাই বলেন জানান সাবেক আইজিপি ড. বেনজীর আহমেদ। তিনি বিষয়ে জানিয়ে নিজের অবস্থান তুলে ধরেন সবার উদ্দেশ্যে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *