
সরকারের লাগামহীন দু/র্নীতি ও লু/টপাটের ধারাবাহিকতায় সমগ্র ব্যাংকিং ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। অবৈধ্য ভাবে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার ও নামে বেনামে ঋণের দেওয়া কারণে আজ ব্যাংকিং খাতের এই অবস্থা যার সঙ্গে জড়িত রয়েছে সরকারে একটি উচ্চ মহল। অথচ এসব তথ্যগুলো আড়াল করতে সরকার ভিন্ন কৌশল নিচ্ছে। যার দায় ভোগ করতে হচ্ছে নিরিহ জনগণকে। কিন্তু এসব বিষয় নিয়ে কোনো ধরনের মাথা ব্যাথা নেই সরকারের তারা ব্যস্ত ক্ষমতায় কিভাবে থাকবে।
ইসলামি ব্যাংক থেকে অন্য ব্যাংকে এনপিএসবির লিমিট ছিল ইন্টারনেট ব্যাংকিংয়ের জন্য ৫ লাখ টাকা দিনে কিন্তু এখন দিনে ৫০ হাজার মাত্র।
জয় বাংলা হলে এমনই হয় মা।
প্রসঙ্গত, দেশের ইসলামি ব্যাংকগুলো থেকে একটি গ্রুপ অফ কম্পানীর অর্থ লুপাটের কারনে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে মন্তব্য করেন পিনাকী ভট্টাচার্য। তিনি আ/রাও বলেন, কিছু দিনে আগেও ব্যাংকগুলোর অবস্থা এমন ছিলো না।