একজন রাজা সবসময়ই একজন রাজা : বুবলী

হালের আলোচিত অ/ভিনেত্রী শবনম বুবলী। অভিনয় দক্ষতায় ইতিমধ্যে আধিপাত্য বিস্তার করে নিয়েছেন ঢালি পাড়ায়। সিনেমা সাফল্যে বর্তমানে ক্যরিয়ারের সোনালী অধ্যায় পার করছেন এই অভিনেত্রী। সিনেমা ছাড়াও ব্যক্তিগত জীবনের নানা ঘটনার জন্ম দিয়ে মাঝে-মধ্যে আলোচনায় থাকেন তিনি।সম্প্রতি শাকিব খানের সঙ্গে বিয়ে ও সন্তানের খবর প্রকাশ্যে আনলে আলোচিত হন তিনি। এবার স্বামী শাকিব খানের প্রসঙ্গ নিয়ে যা জানালেন অভিনেত্রী বুবলী।

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী ‘বসগিরি’ ছবির মাধ্যমে উঠে আসেন। ক্যারিয়ারের শুরুতে ঢালিউড সুপারস্টার শাকিব খানকে সিনেমায় নায়ক হিসেবে পেয়েছিলেন তিনি। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি এই অভিনেত্রীকে। এরপর বুবলী কয়েকটি সুপারহিট সিনেমা দর্শকদের সা/মনে উপহার দেন।

শাকিব-বুবলীর অন-স্ক্রিন কেমিস্ট্রি দেখে মুগ্ধ দর্শক। তবে পর্দার রসায়ন থেকে একসময় বাস্তব জীবনে জুটি বেঁধেছেন তারা। ২০ জুলাই, ২০১৮-এ অভিনেতার স/ঙ্গে বিয়ে হয়। তারপর ২১ মার্চ, ২০২০-এ ছেলে শেহজাদ খান বীরের জন্ম হয় বলে জানান বুবলী।

এদিকে গত বছরের অক্টোবরে শাকিবের সঙ্গে বিয়ের কথা প্রকাশ্যে আসার পর তাদের সম্পর্ক নিয়ে ধোঁয়াশা শুরু হয়। তারা এখনও স্বামী-স্ত্রীর সম্পর্কে রয়েছেন নাকি আলাদা হয়ে গেছেন তা এখনও স্পষ্ট নয়। তবে শাকিব-বুবলী কেউই এ বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি।

তবে বাবা হিসেবে শাকিব প্রায়ই অভিনেত্রী অপু বিশ্বাসের ছেলে আব্রাহাম খান জয় ও শবনম বুবলীর ছেলে বীরের সঙ্গে সময় কাটান। শাকিব-অপু-বুবলী কখনো বড় ছেলে আবার কখনো ছোট ছেলের সঙ্গে সময় কাটানোর সেসব ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন।

এবার ফেসবুক ভেরিফায়েড পেজে ছেলের সঙ্গে শাকিবের একটি ছবি পোস্ট করেছেন বুবলী। বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুর ১২টা ৪৫ মিনিটে অভিনেত্রীর পোস্ট করা ছবিতে ছেলে বীরকে শাকিবের কোলে বসে থাকতে দেখা যায়। অভিনেতা মোবাইল ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে আছেন, আর ছোট বীর সামনে ল্যাপটপের দিকে তাকিয়ে আছেন।

বুবলী ছবিটি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘একজন রাজা সবসময়ই একজন রাজা। একজন সুপারস্টার সবসময় সুপারস্টার হয়।’ এরপর অভিনেত্রী লেখেন, ‘যখন বাবা ও ছেলের পোশাক মিলে যায়।প্রতিটি বাক্যের শেষে, অভিনেত্রী হৃদয় ইমোটিকন যোগ করেছেন।

প্রসঙ্গত, স্বামী শাকিব খানের প্রসঙ্গত তুলে প্রশংসায় ভাসিয়েছেন অভিনেত্রী বুবলী। তিনি সন্তান বীর সঙ্গে বাবা শাকিবে কাটানো মুহূগুলোও প্রকাশ করেছিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *