
হালের আলোচিত অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। অভিনয় দক্ষতায় মিডিয়ায় নিজের আধিপাত্য বিস্তার করে নিয়েছেন আলোচিত এই অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি বিভিন্ন ঘটনার জন্ম দিয়ে প্রায় খববের শিরোনাম হয়ে থাকেন তিনি। এবার মায়ের জন্য দোয়া চেয়ে যা জানালেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।
ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার মা অসুস্থ। তার মায়ের হার্টের বাইপাস সার্জারি চলছে। অসুস্থ মায়ের জন্য দোয়া চেয়েছেন অভিনেত্রী।
শনিবার (১৭ ডিসেম্বর) বিকেলে মায়ের সঙ্গে তোলা একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তিশা। দেখা যায়, হাসপাতালে অসুস্থ মায়ের বিছানার পাশে দাঁড়িয়ে আছেন তিশা। সে পরম মমতায় মায়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে।
তিশা লিখেছেন, আজ মায়ের হার্টের বাইপাস সার্জারি! সবাই দোয়া করবেন, প্লিজ!
তিশার পোস্ট নজর কেড়েছে নেটিজেনদের। এখন পর্যন্ত ৩৭,০০০ এরও বেশি প্রতিক্রিয়া পাওয়া গেছে। এছাড়া সেখানে প্রায় সাড়ে তিন হাজার নেটিজেন মন্তব্য করেছেন। তাদের বেশিরভাগই অভিনেত্রীর মায়ের জন্য প্রার্থনা করেছেন।
প্রসঙ্গত, মায়ের সুস্থতা কামনা করে করে ভক্ত ও দর্শকদের নিকট দোয় চেয়েছেন অভিনেত্রী তিশা। তিনি জানান, মায়ের সার্জারি করা হবে তিনি যেন সুস্থ হয়ে যান।