
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কঙ্গনা রানাউত। বিভিন্ন বিষয়ে বিতর্কিত মন্তব্যের মাধ্যমে তাকে প্রায় আলোচনায় আসতে দেখা যায়। যদিও তার এমন মন্তব্য গুলো নিয়ে অনেকেই বিরুক্ত প্রকাশ করে থাকেন কিন্তু সেগুলোক পাত্তা দিতে নারাজ তিনি। তার ধারাবাহিকতায় এবার আমির খানকে উদ্দেশ্য করে যা বললেন অভিনেত্রী কঙ্গনা রানাউত।
কখনও কখনও, অভিনেত্রী কঙ্গনা রানাউত কোনও তারকা বা কোনো ইস্যুতে বিতর্কিত ম/ন্তব্য করে বসেন। বলিউডে প্রচলিত রয়েছে, কঙ্গনা যখনই মুখ খুলবেন, কিছু না কিছু বিতর্কিত মন্তব্য করবেন। তাই তিনি বলিউডের ‘কন্ট্রোভার্সি কুইন’ হিসেবেও পরিচিত। এবার বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খানকে কটাক্ষ করলেন অভিনেত্রী।
সম্প্রতি লেখিকা শোভা দে-র বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমির খান। অনুষ্ঠানের একটি অংশ টুইটারে শেয়ার করে অভিনেত্রী আমির খানকে ‘বেচারা’ বলেছেন।
লেখিকা শোভা দে-র নতুন বইয়ের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমির। লেখক এবং মিডিয়ার সাথে কথোপকথনের সময়, আমিরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে শোভার বায়োপিক তৈরি হলে কোন অভিনেত্রী লেখকের ভূমিকায় সবচেয়ে ভাল অভিনয় করবেন।
জবাবে আমির দীপিকা পাড়ুকোন, প্রিয়াঙ্কা চোপড়া এবং আলিয়া ভাটের নাম উল্লেখ করেন। সে সময় লেখিকা কঙ্গনার নাম উল্লেখ করলে অ/ভিনেতাও সায় দেন।
অভিনেত্রীর প্রশংসা করে আমির বলেন, ‘কঙ্গনাও খুব ভালো করবে। তিনি একজন প্রতিভাবান এবং বহুমুখী অভিনেত্রী। লেখিকা শোভা ‘থালাইভি’ ছবিতে কঙ্গনার অভিনয়ের প্রশংসা করলে আমিরও সায় দেন।
অনুষ্ঠানের এই অংশের একটি ভিডিও পোস্ট করে কঙ্গনা লিখেছেন, ‘বে/চারা আমির খান… হা হা, তিনি এমন ভান করার চেষ্টা করেছিলেন যে তিনি জানেন না যে আমিই একমাত্র অভিনেত্রী যে তিনবার জাতীয় পুরস্কার জিতেছি, নয়। বাকিদের নাম নেই উনার নাম নেওয়া অভিনেত্রীদের।’
প্রসঙ্গত, অভিনেত্রী প্রসঙ্গ প্রসংশা করতে কার্পন্য বিষয়টি মেনে নিতে পারেননি কঙ্গনা। যার কারণে আমির খান প্রসঙ্গে এমন কটাক্ষ করেছেন বলে ধারণা করা হচ্ছে।