এবার বিয়ের প্রশ্ন করতেই কেঁদে ফেললেন রাখি

বলিউডের মির্চি গা/র্ল খ্যাত অভিনেত্রী ও মডেল রাখি সাওয়ান্ত। প্রতিনিয়ত বিতর্কে জড়িয়ে আলোচনায় আসা যার রুটিনে পরিণত হয়েছে। বিয়ে-বিচ্ছেদ নিয়ে ব্যাপক আলোচনায় আসেন তিনি। সম্প্রতি প্রেমিক আদিলের সঙ্গে গোপনে বিয়ের বিষয়টি প্রকাশ্যে এনে নতুন করে আলোচনার শিরোনামে আসেন। তবে বিয়ের বছরের কাটতে না কাটতে ফের স্বামীর সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে সম্পর্কের ইতি টানার ইঙ্গিত দেন। বিয়ের প্রসঙ্গে তুলে নিজের সম্পর্কে যা জানালেন অভিনেত্রী রাখি।

গত মাসে সে তার মাকে হারিয়েছে। দাম্পত্য জীবনে একের পর এক অশান্তি। স্বামীর বিরুদ্ধে বিয়ে বহির্ভূত সম্পর্ক ও গার্হস্থ্য সহিংসতার অভিযোগ এনে থানায় এফআইআর দায়ের করেছে। সেই অভিযোগের ভিত্তিতে স্বামী আদিল খান দুরানিকে গ্রেফতার করা হয়। জেলে থাকার পরও রাখি সাওয়ান্ত তার স্বামীর বিরুদ্ধে একের পর এক অভিযোগ করছেন। আর এবার সরাসরি বিয়েকেই দোষ দিয়ে ফেললেন তিনি। বিয়ের খবর শুনলে তার ঘৃণা করে, দাবি রাখির। ‘বিগ বস’ খ্যাত এই তারকার সে ক/থা বলতে না ব/লতেই চোখে জল।

সম্প্রতি জয়সলমেরে বিয়ে করেছেন সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদবানি। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তাঁদের বিয়ের ছবি। এমনকি, সিড এবং কিয়ারার বিয়ের ছবি ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি লাইক পেয়েছে। তাদের বিয়ের ভিডিওতে রূপকথার ছোঁয়া রয়েছে। এ দিকে রাখিকে এ বিষয়ে জিজ্ঞেস করে কেঁদে ফেলেন তিনি। তিনি বলেন, আমার বিয়ের ক/থা শুনলে ঘৃর্ণা হ/য়। প্রেমিক-প্রেমিকাদের দে/খলে আমি কান্না করে ফেলি।

তবে বিয়ে ভেঙে গেলেও নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন রাখি।

কিছুটা হতাশা নিয়ে এই টেলি তারকা বলেন, সিদ্ধার্থ-কিয়ারা বিয়ে করেছেন, তাদের ভালোবাসা অনেক খাঁটি, ওঁদের বিয়ের খুশির খবর বেশি বেশি প্রচার করা উচিত। কিন্তু আমার বিয়ের দুঃসংবাদ চারদিকে ছড়িয়ে পড়ছে। ১৪ই ফেব্রুয়ারী ভালোবাসা দিবস সামনে, আর এ দিকে আমার মন ভেঙে গিয়েছে।

অন্যদিকে বিয়ে বহির্ভূত সম্পর্ক, গার্হস্থ্য সহিংসতা ও প্রতারণার অভিযোগে আদিল খান দুরানি বর্তমানে কারাগারে রয়েছেন। রাখির দাবি, আদিলের আগের এ/কাধিক বিয়ের কথা জানতে পেরেছেন।

এ প্রসঙ্গে রাখি সাওয়ান্ত বলেন, দেশের আইনি ব্যবস্থার ওপর আস্থা রয়েছে। আদিল আমার সাথে প্রতারণার জন্য শাস্তি পাবে।

প্রসঙ্গত, সম্প্রতি স্বামী আদিলের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে বিয়ের বিষয়ের প্রতি ব্যাপক ঘৃর্ণা জন্ম নিয়েছে বলে জানান অভিনেত্রী রাখি। তার দাবি আদিল বিয়ের সুযোগে তার সঙ্গে অবিচার করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *