এবার বিশাল এক সুখবর দিলেন তানজিন তিশা

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ও মডেল তানজিন তিশা। অভিনয় সাফল্যে ক্যারিয়ারের শীর্ষ সময় পার করছে জনপ্রিয় এই অভিনেত্রী। শুধু অভিনয় নয় ব্যক্তিগত জীবনের নানা ঘটনা ঘটিয়ে প্রায় খবরের শিরোনাম হয়ে থাকেন তিনি। এবার ভক্ত ও দর্শকদের জন্য ভিন্ন খবর জানালেন অভিনেত্রী তানজিন তিশা।

নাটক-মডেলিংয়ের প্রি/য়মুখ তানজিন তিশা। একের পর এক অসাধারণ অভিনয় দিয়ে দর্শকদের মন জয় করেছেন তিনি। উৎসব ও পাবন উপলক্ষ করে নাটকগুলোতে তার স/রব উপস্থিত থাকে।

এবারও তিশা দর্শককে বিমুখ করছেন না। আসন্ন ভালোবাসা দিবসে দর্শকদের জন্য সুখবর নিয়ে আসছেন তিনি।

তানজিন তিশা বর্তমানে ভ্যালেন্টাইন নাটকে অভিনয়ে ব্যস্ত রয়েছেন বলে জানা গেছে। সম্প্রতি বিশেষ এই দিনটির জন্য নির্মিত একটি নাটকে অভিনয় করেছেন।

নাটকের নাম ‘অন্তহীন’। এটি রচনা ও পরিচালনা করেছেন মুহাম্মদ মিফতাহ আনান।

নাটকের গল্পে নয়ন নামের একটি ছেলে স্বপ্ন দেখে যে সে সরিষা ক্ষেতে অপরুপ সুন্দরীর পেছনে ছুটছে। যখনই নয়ন মেয়ের কাছে আসে, নয়নের বাবা ঘুম থেকে ডেকে তোলেন! নয়ন প্রতিদিন একই স্বপ্ন দেখে। সে ঘুম থেকে উঠে স্বপ্নের মেয়েটিকে খুঁজে বের করার চেষ্টা করে। এক সময় তাকে খুঁজে পায়। এ নাটকে সুন্দরী মেয়ের চরিত্রে অভিনয় করেছেন তানজিন তিশা।

আর নয়ন চরিত্রে দেখা যাবে তৌসিফ মাহাবুবকে। এ নাটকে অভিনয় প্রসঙ্গে তানজিন তিশা বলেন, ‘গল্প ও চরিত্র ভালো লাগলে কাজ করতে খু/ব আনন্দ পাই। এটি তেমনই একটি গল্পের নাটক। আমার বিশ্বাস সবার ভালো লাগবে।

নাটকটি ১৪ ফেব্রুয়ারি একটি ইউটিউব চ্যানেলে প্রচার হবে বলে নির্মাতারা জানিয়েছেন। এদিকে নতুন কয়েকটি নাটকের শুটিং করছেন তানজিন তিশা। তার অভিনীত বেশ কয়েকটি নাটক মুক্তির অপেক্ষায় রয়েছে।

প্রসঙ্গত, ভক্তদের নতুন নতুন নাটক উপহারের দিয়ে থাকেন বিভিন্ন উৎসবকে এই অভিনেত্রী। তিনি বলেন, ভাল করতে করতে পারলে নিজের কাছে অন্য রকম আনন্দ লাগে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *