
বিনা ভোটে ক্ষমতা দখল করে সরকার দেশে একনায়কতন্ত্র রাজত্ব কায়েম করেছে। দেশের ভোট ব্যবস্থা ধ্বং/স করে জনগণের ভোটাধিকার হরণ করেছে সরকার। যার কারণের দেশের গণতান্ত্রিক ব্যবস্থা হুমকির মুখে। অথচ সরকারের মন্ত্রী-এমপিরা গণতন্ত্রের ছবক দিচ্ছে। সরকার বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের ওপর নানা কৌশলে দ/মন, পী/ড়ন করে ভয়ভীতির সৃষ্টি করার চেষ্টা করছে।আর সরকারের এমন কর্মকাণ্ডে বন্ধুদেশ গুলো উদ্বেগ প্রকাশ করছে। সরকারের কোনো আন্তজার্তিক সমর্থ নেই মন্তব্য করে যা জানালেন গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূর।
সরকার দুর্বল ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে। আন্তর্জাতিক মেরুকরণের কারণে সরকারের আন্তর্জাতিক সমর্থনও নেই বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সদস্য সচিব ও সাবেক ভিপি নুরুল হক নূর।
বুধবার (১ মার্চ) বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে গণঅধিকার পরিষদ আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ কথা বলেন। গণঅধিকার পরিষদসহ বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের মিথ্যা ও ভিত্তিহীন গ্রেফতার, হা/মলা, মা/মলা, হয়রানি ও হু/মকির প্রতিবাদে গণমিছিল শেষে এ সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়।
এর আগে বিকাল সাড়ে ৩টায় রাজধানীর পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে কালো ব্যাজ ধারণ করে এই গণমিছিল শুরু করেন গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা।
সমাবেশে নুরুল হক নূর বলেন, বিশ্বের কোনো দেশে ফ্যা/সিবাদ ও স্বৈরাচার বেশিদিন টিকেনি। আওয়ামী লীগের উদ্দেশে তিনি বলেন, তাদের মেয়াদ আর বাড়াতে দে/ওয়া যাবে না।
নুরুল হক নূর আরও বলেন, সরকার দুর্বল ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে। আন্তর্জাতিক মেরুকরণের ফলে সরকারের আর আন্তর্জাতিক সমর্থন নেই। বিএনপিসহ সব বিরোধী দল গত কয়েক মাস ধরে শান্তিপূর্ণভাবে অহিংস আন্দোলন করে আসছে। সেই আন্দোলনকে স/হিংস করতে ছাত্রলীগ ও যুবলীগকে উসকানি দিয়ে সারা দেশে অরাজকতা সৃষ্টি করছে আওয়ামী লীগ। এভাবে প্রশাসনকে ব্যবহার করে হা/মলা, মা/মলা, গু/ম, খু/ন, মিথ্যা মামলা—এসব নৈরাজ্যের মধ্য দিয়ে তারা ক্ষমতায় থাকতে চায়।
তিনি আরও বলেন, হা/মলা, মামলা চলছে, আরও কিছুদিন চলবে। কারণ রক্ত ছাড়া পৃথিবীর কোনো গণআন্দোলন সফল হয়নি। নি/র্যাতন-নি/পীড়নের শিকার না হয়ে গণ-অভ্যুত্থান হয়নি। বিরোধী দলের ওপর আজ যে নি/র্যাতন-নি/পীড়ন চলছে, জনগণ ঘুরে দাঁড়াবে, শেখ হাসিনাকে নামিয়ে আনবে।
গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মামুন হাসানের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন, সংগঠনের যুগ্ম আহ্বায়ক রাশেদ খান, ডা.আব্দুল মালেক ফরাজী, শাকিলুজ্জামান, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট শিরিন আক্তার, যুগ্ম সদস্য সচিব তারেক রহমান, যুগ্ম আহ্বায়ক মো. শহীদুল ফাহিম প্রমুখ।
প্রসঙ্গত, সরকার বিরোধী দলের আন্দলোন দ/মনের মাধ্যমে আবারও ক্ষমতায় থাকার পাঁয়তারা করছে মন্তব্য করেন গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূর। তিনি বলেন, ফের ক্ষমতার থাকার জন্য যে পথে হাঁটছে সরকার তাতে সফল হবে না।