এবার সরকার পতন নিয়ে ভিন্ন ইঙ্গিত দিলেন অলি

আগামী নির্বাচন নিয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়ার বিষয়টি নিয়ে সংশয় প্রকাশ করছে বিরোধী রাজনৈতিক দলগুলো। তাদের দাবি দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠু সম্ভব নয় যার প্রমাণ ১৪ ও ১৮ সালের নির্বাচন। তাছাড়া বিরোধী দল বিএনপি সাফ জানিয়েছে তারা এই সরকারের অধীনে আর কোনো ভোটে অংশ নিবে না। আর নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলন করছে এবং লড়াই মাধ্যমেই সরকারের পতন ঘটিয়ে নির্দলীয় সরকারে অধীনে নির্বাচন দিতে বাধ্য করা হবে সরকারকে। ঐক্যবদ্ধ হয়ে সরকারের পতনে আন্দোলনের করতে হবে মন্তব্য করে যা জানালেন এলডিপি সভাপতি কর্নেল (অব.) অলী আহমদ।

বর্তমান সরকারের পতন ঘটাতে ধর্ম, বর্ণ, জাতি দলমত নির্বিশেষে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী সকল রাজনৈতিক দল ও ব্যক্তিদের ঐক্যবদ্ধ হতে হবে। এরপর দেশব্যাপী ইউনিয়ন পর্যায়ের পদযাত্রা কর্মসূচিতে অংশগ্রহণ করতে হবে।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন রাজ্জাক স্বাক্ষরিত এক বিবৃতিতে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) আলী আহমদ এ কথা বলেন।

তিনি বলেন, এই অবৈধ সরকারের পতনের দায় শুধু রাজনৈতিক দলগুলোর ওপর ছেড়ে দিলে চলবে না। সকল দেশপ্রেমিক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে সরকার বিরোধী আন্দোলনে সক্রিয় হতে হবে। আসুন আমরা সবাই আজ এই নি/শিরাতের সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করি। কেউ বিজয় আনতে পারবে না, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ছিনিয়ে আনতে হবে।

এলডিপির সভাপতি বলেন, যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে এলডিপি শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকাল ৩টা থেকে বিকাল ৫টার মধ্যে দেশব্যাপী ইউনিয়ন পর্যায়ের পদযাত্রা করবে। বিদ্যুৎ, গ্যাস, চাল, ডাল, তেল, আটাসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ সব বিরোধী দলের নেতাদের মুক্তির দাবিতে সারাদেশে ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা কর্মসূচি পালন করা হবে।

প্রসঙ্গত, ঐক্যবদ্ধ হয়েই আন্দোলনের মাধ্যমে এই সরকারে পতন ঘটাতে হবে মন্তব্য করেন এলডিপি সভাপতি কর্নেল (অব.) অলী আহমদ। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর শুধু একার দায়িত্বের নয় এই সরকারকে হটানো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *