
হালের আলোচিত অ/ভিনেত্রী মাহিয়া মাহি। অভিনয়ের পাশাপাশি রাজনীতে সরব হয়েছেন। পেয়েছেন দলীয় বড় পদও।রাজনীতির মাধ্যমে দেশের মানুষের সেবার করার সুযোগের প্রত্যাশার কথা ব্যক্ত করেছেন তিনি। আর এজন্য প্রার্থী হওয়ার জন্য দলের মনোনয়ন চেয়েছিলেন তিনি। দলে সক্রিয় ভাবে কাজ করার প্রসঙ্গ তুলে যা জানালেন অভিনেত্রী মাহিয়া মাহি।
ঢাকাই চলচ্চিত্রের তারকা অভিনেত্রী মাহিয়া মাহি আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হয়েছেন। চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপ-নির্বাচনে প্রার্থী হতে মনোনয়ন ফরম কিনলেও দলের সমর্থন পাননি তিনি। তবে ভোটের মাঠে নৌকার প্রার্থী মু. জিয়াউর রহমানের প্রচারণায় সক্রিয় ছিলেন।
নির্বাচনী কাজের আপডেট দিতে গত শুক্রবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে যান মাহি। সেখানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করে দলীয় রাজনীতিতে সক্রিয় হওয়ার আগ্রহ প্রকাশ করেন নায়িকা।
এ প্রসঙ্গে মাহি একটি গণমাধ্যমকে বলেন, ‘সংগঠনে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছি। সেখানে অনেকে ছি/ল। তাদের কেউ কেউ বলেন, আমি যেহেতু সাংস্কৃতিক অঙ্গনের একজন মানুষ তাই আমাকে কি সংস্কৃতি উপকমিটিতে রাখা যায়? এর পরিপ্রেক্ষিতে ওবায়দুল কাদের স্যার বলেছেন, বিষয়টি তারা দেখবেন।’
ওবায়দুল কাদের মাহিকে সংস্কৃতি উপ-কমিটিতে রাখার নির্দেশ দিয়েছেন এমন সংবাদ প্রসঙ্গে এই অভিনেত্রীর মন্তব্য, ‘ওবায়দুল কাদের স্যার ক/থাটা সেভাবে বলেননি। যেহেতু সংগঠনের সঙ্গে থাকতে চেয়েছি, কাজ করতে চেয়েছি- বিষয়টি তিনি দেখবেন বলে জানান। নিশ্চিতভাবে কিছু বলেনি। এটা একটা আলোচনা, সিদ্ধান্ত নয়।
অন্যদিকে মাহির স্বামী রাকিব সরকার বলেন, ‘ওবায়দুল কাদের মাহিকে স্থানীয় রাজনীতিতে সক্রিয় হওয়ার পরামর্শ দেন। এ ছাড়া তাকে (মাহি) কোনো পদে রাখা যাবে কি না তা নিয়েও আলোচনা হয়েছে।
প্রসঙ্গত, তাকে কোন পদ দেওয়া হবে সেটি এখনো নিশ্চিতভাবে কিছু বলা হয়নি বলে মন্তব্য করেন অভিনেত্রী মাহি। তবে তিনি সক্রিয় ভাবে রাজনীতি করার প্রসঙ্গ তুলে ধরেছেন দলের কাছে।