
বলিউড বাদশা খ্যা/ত অভিনতে শাহরুখ খান। দীর্ঘ বিরতির পর পাঠান সিনেমা নিয়ে আবারও ফিরেছেন। যদিও পাঠানের গান নিয়ে ব্যাপক বিতর্কের শুরু হয়। তবে মুক্তির পর ব্যাপক সাড়া পড়ায় অন্য রকম আমেজ ফিরেছে বলিউড পাড়ায়। কিন্তু পাঠান নিয়ে ফিরে আসার প্রসঙ্গ নিয়ে ব্যক্তিগত মতামত তুলে ধরে যা জানালেন বলিউড বাদশা।
অবশেষে দীর্ঘ খরার অবসান হল। বলিউড বাদশা শাহরুখ খান অভিনীত ‘পাঠান’ রেকর্ড গড়েছে। সব জল্পনা-কল্পনা কাটিয়ে বলিউড বাদশা শাহরুখ খানের ‘পাঠান’ মুক্তি পেয়েছে ভারতসহ শতাধিক দেশে।
আগের দুটি সিনেমার ব্যর্থতার পর অনেকেই তার শেষ দেখেছেন। তাই চার বছর পর ‘পাঠান’ দিয়ে রাজকীয় প্রত্যাবর্তন অনেক মিডিয়ার শিরোনাম- ‘শাহরুখের প্রত্যাবর্তন’, ‘কিং ইজ ব্যাক’।
দীর্ঘ বিরতির পর বড় পর্দায় ফিরলেও ছবির আগে কোনো সাক্ষাৎকার দেননি এই অভিনেতা। এটি বক্স অফিসে ঝড় তুললেও প্রথম দুই দিন কোনো প্রতিক্রিয়া দেখায়নি। মুক্তির তৃতীয় দিনে অবশেষে মুখ খুললেন শাহরুখ।
শুক্রবার নীরবতা ভাঙলেন অভিনেতা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি যা লিখেছেন, তা নিয়েও রয়েছে ধোঁয়াশা।
১৯৯৭ সালের হলিউড ফিল্ম ‘গ্যাচার’-এর কথা উল্লেখ করে শাহরুখ টুইট করেছেন, ‘সাঁতারে ফিরে আসার জন্য কিছুই বাঁচিয়ে রাখা হয়নি’ যেমনটি ‘গ্যাচার’ ছবিতে বলা হয়েছিল।
শাহরুখ লিখেছেন, ‘আমার মনে হয়, ফিরে আ/সার কোনো পরিকল্পনা হ/তে পারে না। এগিয়ে যাওয়াই জীবন। কামব্যাক নয়, চেষ্টা করো যেখানে শেষ করেছিলে, সেখান থেকেই শুরু করার। এটি ৫৭ বছর বয়সী একজন ব্যক্তির কাছ থেকে এ/টা ছোট উপদেশ।
অনেকে মনে করেন যে ‘পাঠান’-এর সাফল্যের পরে অনেক মিডিয়া একে ‘শাহরুখের প্রত্যাবর্তন’ বলে অভিহিত করেছে, অভিনেতা তারই জবাব দিলেন।
এদিকে ‘পাঠান’-এর সাফল্যের পর আবারও শুটিংয়ে ফিরছেন শাহরুখ। ১ ফেব্রুয়ারি থেকে অ্যাট লির ছবি ‘জওয়ান’-এর শুটিংয়ে অংশ নেবেন তিনি।