
বাংলা সঙ্গীতাঙ্গনের আ/লোচিত কন্ঠশিল্পী আসিফ আকবর। সুর জাদুতে ইতিমধ্যে ভক্ত ও দর্শকদের হৃদয় জয় করে নিয়েছেন। অন্য তারকাদের মতোই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে সরব দেখা যায়। গানের পাশাপাশি ব্যক্তিগত জীবনের বিভিন্ন বিষয় তুলে ধরে নিজেকে আপডেট রাখেন এই গায়ক। এবার নিজের গান এক ভক্তের কন্ঠে শুনে প্রসংশায় ভাশিয়ে তাকে নিয়ে যা বললেন কন্ঠশিল্পী আসিফ আকবর।
ঢাকা কলেজের দৃষ্টি প্রতিবন্ধী ছাত্র সাকিবুল ইসলাম ক্লাসের ফাঁকে হাত দিয়ে বেঞ্চ বাজিয়ে বন্ধুদের সঙ্গে ‘সবুজের বুকে লাল’ গানটি গেয়েছেন। ইন্টারনেটের সুবাদে জনপ্রিয় এই গানটির ভিডিও পৌঁছে যায় জনপ্রিয় গায়ক আসিফ আকবরের কাছে।
সাকিবুলের গাওয়া গানটির ভিডিওও নিজের ফেসবুকে শেয়ার করেছেন এই গায়ক। আসিফ নিজে গিয়ে ওই ছাত্রের সঙ্গে দেখা করেন।
ফেসবুকে ঘটনাটি শেয়ার করে আসিফ লিখেছেন, “ঢাকা কলেজের অন্ধ ছাত্র সাকিবুল ইসলামের সাথে আমার দেখা হয়েছে। আল্লাহ তাকে দৃ/ষ্টিশক্তি দেননি ঠিকই, কিন্তু তার বললে তাকে শক্তিশালী ব্যক্তিত্ব ও বুদ্ধিমত্তা দিয়েছেন। আগামী ২০ তারিখ সাকিব ২০ বছর পূর্ণ করবেন। আমি পাঁচ বছর আগে আমার মাকে হারিয়েছি। পৃথিবীর সব প্রতিকূলতাকে শান্তভাবে মোকাবেলা করার অসামান্য ক্ষ/মতা তার রয়েছে। আমার প্রতিটি কৌতূহলী প্রশ্নের উত্তর অকুণ্ঠ হৃদয়ে দিয়েছে সে। স্মার্টনেস তা/র জন্মগত প্রাপ্তি। মাঝে মাঝে মনে হয় সবকিছু তার মধ্যে প্রোগ্রাম করা আছে। চৌকষ সাকিব অনেক বড় স্বপ্ন শুধু দেখে না, ঐ অধিকারটুকু সে রাখে।
আসিফ আরও লিখেছেন, আমি চাণক্যকে সব সময়ই চারপাশে বৃথা দেখছি। সাকিবের সাথে সাক্ষাতের পর আমার মনে হয়েছে অনেকদিন পর আমি একজন শক্তিশালী ব্যক্তিত্বের সাথে দেখা করেছি, যার সাথে চললে নিজেকে আপগ্রেড করা সম্ভব। আমি কিছু হারানো বন্ধু ফি/রে পাওয়ার মাধ্যমে, ভক্তদের সাথে নি/জেকে শেয়ার করে ফেসবুক ব্যবহার করার সুবিধা পেয়েছি। সাকিবের সঙ্গে পরিচয়ের মাধ্যমে আবারো উপকৃত হলাম। শতবার ভেবেছি সময় নষ্ট না করে ফেইসবুক ছেড়ে চলে যাবো, এই সব মায়ায় পড়ে আছি।
স্ট্যাটাসের শেষ অংশে আসিফ লিখেছেন, সাকিব গাইবেন, আমার সব শক্তি ও সমর্থন তার পাশে থাকবে। পড়াশোনায় মেধাবী সাকিব একদিন এদেশের মানুষের চোখের মণি হয়ে উঠবে, ইনশাআল্লাহ। ইতিমধ্যেই নিজের দুর্বলতাকে শক্তিতে রূপান্তর করেছেন। যে ছেলেকে আ/ল্লাহ দুই চোখ দেননি সেই ছেলেটি গাইছে শকুনের প্রতি সজাগ দৃষ্টি রাখার গান, এখন যদি চোখ ওয়ালাদের দেশপ্রেম একটু জাগ্রত হয়। সাকিবের জন্য দোয়া…
প্রসঙ্গত, চোখ না থাকার পরও সাকিবের মধ্যে যে প্রতিভা দেখছি তা অকল্পনীয় বলে মন্তব্য করেন গায়ক আসিফ আকবর। তিনি আরও বলেন, তার এই প্রতিভা নিয়ে সামনে এগিয়ে যাবে তা বলার অপেক্ষা রাখে না।