অন্ধকার ঢাকতে এখনকার ঝকঝকে দিকটাকে বেছে নিয়েছি : উরফি

প্রতিনিয়ত নিজেকে খোলামেলা পোশকে উপস্থাপনের মাধ্যমে চমকে দেওয়ার ব্যাপারে উরফি জুড়ি নেই। নিত্য নতুন পোশাকের মাধ্যমে প্রায় আলোচনার শিরোনামে থাকেন উরফি। তার এমন কাণ্ডে ব্যাপক সমালোচনার মুখে পড়লেও সেগুলোকে পাত্তা না ‍দিয়ে নিজের মতোই করেই এগিয়ে চলছেন তিনি। এবার এমন জীবনে বেছে নেওয়ার প্রসঙ্গ তুলে যা জানালেন বলি অভিনেত্রী উরফি।

সোশ্যাল মিডিয়া সেনসেশন উরফি জাভেদ। অদ্ভুত পোশাক পরে নেটিজেনদের চমকে দিয়েছেন তিনি। কখনো সে শুধু সেফটি পিন, কখনো শুধু কাপড়ের টুকরো পরে বের হন তিনি। সুযোগ পেলেই নেটিজেনরা উরফিকে নিয়ে মজা করে। কিন্তু সবসময় খোশমেজাজে থাকা উরফির জীবন সহজ ছিল না তার।

এ তথ্য জানিয়েছেন উরফি নিজেই। এক সাক্ষাৎকারে উরফি বলেন, ‘আমরা পাঁচ ভাই বোন। বাবা আমাদের অনেক নি/র্যাতন করতেন। অনেক মারতেন। বাবা মাকেও মারতেন। এই দেখেই বড় হয়েছি। আমার বাবা আমাকে বাড়িতে আ/টকে রাখতেন। অনেকবার আ/ত্মহত্যার চেষ্টা করেছি।

উরফি আরও বলেন, ‘আমাদের অনেক অর্থাভাব ছিল। অনেক রাত আমরা খেতে পায়নি। আমার পরিবার চায়নি আমি গ্ল্যামার জগতে প্রবেশ করি। কিন্তু সেই খারাপ অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য আমি এই পৃথিবীকে বেছে নিয়েছি। ছোটবেলার অন্ধকার ঢাকতে এখনকার ঝকঝকে দিকটাকে বেছে নিয়েছি।

উরফি একজন হিন্দি টেলিভিশন অভিনেত্রী হিসেবে তার কর্মজীবন শুরু করেন। পরে, তিনি ‘বিগ বস’ শোতে প্রতিযোগী হিসাবে নজর কেড়েছিলেন। কিন্তু সেসব এখন অতীত। এখন অদ্ভুত পোশাক পরে ক্যামেরার সামনে পোজ দেওয়াকেই নিজের পেশা করে নিয়েছেন উরফি। সোশ্যাল মিডিয়ায় তিনি বিভিন্ন ছবি ও ভিডিও আপলোড করেন। এটা নিয়ে বিস্তর চ/র্চাও রয়েছে তার।

প্রসঙ্গত, আজকের এই অবস্থান আসার পিছনে কারণ জানান অভিনেত্রী উরফি। তিনি বলেন, তার জীবনের কালো অধ্যায়কে ঢাকতে এমন পথ বেছে নিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *