ঝাপসা চোখে মাথা নিচু করে চোখ বন্ধ করে শুধু কেঁদেছি : চঞ্চল

ছোট ও ব/ড় পর্দার আলোচিত অভিনেতা চঞ্চল চৌধুরী। অভিনয়ের জাদুতে মুগ্ধ করে ভক্ত ও দর্শকদের হৃদয় জয় করে নিয়েছেন আগেই এই অভিনেতা। সিনেমা সাফল্যে ক্যারিয়ারে শীর্ষ সময় পার করছেন তিনি। তবে সম্প্রতি বাবা হারিয়ে অনেকটাই ভেঙ্গে পড়েছেন তিনি। এবার বাবার স্মৃতিচারণ করে যা বললেন অভিনেতা চঞ্চল চৌধুরী।

পৃথিবীতে যাদের বাবা নেই তারাই এর দুঃখ বোঝে। গত বছরের ২৭ ডিসেম্বর বাবাকে হারান বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। আর সেই দুঃখ এখনো তাকে তাড়া করে। যেন বাবার মধ্যে ডুবে আছেন এই অভিনেতা। সম্প্রতি ফেসবুকে বাবার ছবি পোস্ট করে চঞ্চল লিখেছেন, দু-তিন দিন কথা না বললে বাবা টেনশনে পড়তেন। কত রাগ, কত অ/ভিমান! সেখানে দুই মাস কে/টে গেল। কথা নেই, দেখা নেই। রাগ নেই। আমি জানতাম না কিভাবে আমার বাবার মৃ/ত্যুর শোক কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরব। বাবা নিজেই মনে হয় ওপার থেকে সমাধান করেছেন।

অভিনেতা বলেন, আমি ভেবেছিলাম কাজের ব্যস্ততা আমাকে আমার বাবার দুঃখ কাটিয়ে উঠতে সহায়তা করবে। কাজের চাপে মাঝে মাঝে ভুলে যাই বাবা নেই। আবার গভীর রাতে কলকাতা বা মুম্বাইয়ের হোটেলে বাবার কথা ভেবে একা একা কেঁদেছি। বাবার কাছ থেকে শক্তি নিয়ে কাজগুলো শেষ করার চেষ্টা করেছেন। চঞ্চল বলেন, বাবা চলে যাওয়ার পর প্রথম যেদিন কলকাতায় গিয়েছিলাম ‘পদাতিক’ ছবির শুটিং করতে, উড়ে যাওয়ার পর যখন উড়োজাহাজটি মেঘের মধ্যে বিলীন হয়ে যাচ্ছিল, বিশাল আকাশ, মাটি থেকে দূরত্ব ক্রমাগত বাড়ছে। হঠাৎ মনে হয় বাবা এই বিশাল আকাশে হারিয়ে গেছে। শূন্য আকাশে যতদূর চোখ যায় বাবাকে খুঁজি। না পেয়ে ঝাপসা চোখে মাথা নিচু করে চোখ বন্ধ করে শুধু কেঁদেছি।

প্রসঙ্গত, বাবাকে হারিয়ে খুঁজে ফিরি সারাক্ষন কিন্তু কোনো ভাবে তাকে যেন কোথাও পায় না বলেন জানান অভিনেতা চঞ্চল চৌধুরী। বাবাকে হারানোর ব্যাথা ভুলার জন্য চেষ্টা করে যাচ্ছি কিন্তু পারছি না বলে মন্তব্য করেন এই অভিনেতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *