
বাংলার সঙ্গীতাঙ্গনের জনপ্রিয় কন্ঠশিল্পী নচিকেতা চক্রবর্তী। অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়ে ভক্ত ও দর্শদের হৃদয়ে স্থান করে নিয়েছেন তিনি। গান ছাড়াও মাঝে-মধ্যে ব্যক্তিগত জীবনের বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে আলোচনায় এসে থাকেন তিনি। এবার ব্যক্তিগত জীবনে বিচ্ছেদের বিষয় নিয়ে যে ইঙ্গিত দিলেন কন্ঠশিল্পী নচিকেতা চক্রবর্তী।
জীবনমুখী ও বাস্তবধর্মী গানের জনপ্রিয় গায়ক নচিকেতা চক্রবর্তী বাংলার মানুষের কাছে খুবই জনপ্রিয়। রহস্যময় স্ট্যাটাস দিয়েছেন জনপ্রিয় এই শিল্পী। যেখানে বিবাহ বিচ্ছেদের কথা বলা হয়েছে।
সোমবার বাংলাদেশ সময় রাত ৯টা ০৫ মিনিটে নচিকেতা তার ভেরিফায়েড অফিসিয়াল ফেসবুক পেজে লিখেছেন, অবশেষে ডিভোর্স হয়ে গেল।
তবে কার সঙ্গে ডিভোর্স হয়েছে তা উল্লেখ করেননি তিনি। কেউ কেউ মনে করছেন তার নতুন গান আসছে। যার শিরোনাম হতে পারে, ‘যাহ! অবশেষে ডিভোর্স হয়ে গেল।
৫৭ বছর বয়সী এই জনপ্রিয় শিল্পী কলকাতায় থাকেন। সেখানেই তার জন্ম। তবে নচিকেতার পৈতৃক নিবাস বাংলাদেশের বরিশাল বিভাগের ঝালকাঠি জেলার কাঠালিয়া উ/পজেলার চেচরীরামপুর গ্রামে।
তবে তার স্ট্যাটাসে অনেকেই মন্তব্য করেছেন। অধিকাংশ মানুষ এই পোস্টের রহস্য জানতে চান।
প্রসঙ্গত, হঠাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে কন্ঠশিল্পী নচিকেতা বিচ্ছেদের বিষয়টি প্রকাশ করায় ব্যাপক কৌতুহল তৈরী হয়েছে ভক্ত ও দর্শকদের মাঝে। তবে তার রহস্যময় স্ট্যাটাস নিয়ে মন্তব্যের শেষ নেই।