
বাংলা গানের আ/লোচিত সংগীতশিল্পী আসিফ আকবর। কন্ঠের জাদুতে নিজের শক্ত অবস্থান করে নিয়েছে সংগীত ভুবনে এই গায়ক। অন্যান্য তারকদের মতোই সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব থাকতে দেখা যায় এই গায়কে। ব্যক্তিগত জীবনের নানা বিষয় শেয়ারের মাধ্যমে ভক্ত ও শ্রোতাদের সঙ্গে আপডেট থাকেন তিনি।এবার ব্যক্তিগত জীবনে নতুন অধ্যায় শুরু করা প্রসঙ্গে যা বললেন গায়ক আসিফ আকবর।
জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর জীবনে প্রথমবারের মতো চা/করি করতে যাচ্ছেন। আর ক্যারিয়ার জীবনের এই নতুন অধ্যায় নিয়ে দারুণ উচ্ছ্বসিত এই গায়ক।
আসিফ যে কোম্পানিতে যোগ দিয়েছেন তার নাম ভার্সেটিল গ্রুপ। তিনি নিজেই জানিয়েছেন, সংস্থাটির ‘হ্যালো সুপারস্টার’ (অ্যাপ) ‘কান্ট্রি হেড’ পদে যোগ দিয়েছেন বলে নিজেই জানান তিনি।
রোববার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করে আসিফ লিখেছেন, ‘আমার কর্মজীবন শুরু হয়েছে ১লা মার্চ থেকে। জীবনে প্রথম চাকরিতে জয়েন করলাম। আজ থেকে আনুষ্ঠানিকভাবে অফিস শুরু করতে যাচ্ছি।
তিনি লিখেছেন, ‘চাকরির অফার এবং ধরন দুটোই ভালো লেগেছে। দীর্ঘ ক্যারিয়ারে আরও একটি নতুন পালক যুক্ত হলো। খুব আনন্দ নিয়ে কাজে যোগ দিলাম।
এই চাকরির মাধ্যমে শিল্পের জন্য অনেক কিছু করার সুযোগ রয়েছে উল্লেখ করে তিনি আরও লেখেন, ‘এই চাকরির মাধ্যমে দেশের জন্য, আমাদের শিল্পের জন্য অনেক কিছু করার সুযোগ পেয়েছি।
বরাবরের মত আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। ভালোবাসা অফুরন্ত।’
প্রসঙ্গত, ব্যক্তিগত জীবনে প্রথম চাকরি অনুভূতি প্রকাশ করে নিজেদের আনন্দের কথা জানান গায়ক আসিফ। তিনি বলেন, আগে কখনো চাকরি করা হয়নি আর সেজন্যই নিজের কাছে অন্যরকম লাগছে।