
প্রেমের সম্পর্কে জড়িয়ে পৃথিবীর এক কোণ থেকে কোণে আসার ঘটনা নতুন নয়। ভালোবাসার মানুষকে পেতে জাত, ধর্ম, বর্ণ ছাড়তেও পিছপা হয় না তারা। প্রিয় মানুষটির সঙ্গে ঘর বাঁধতে এবার বাংলাদেশে ইন্দোনেশিয়ান তরুণী নিকি উল ফিয়া। বাংলাদেশী যুবক ইমরানের দীর্ঘ পাঁচ বছরের সময় অপেক্ষার পর
প্রেমের পরিণত দিতে আসছেন ওই তরুণী।
পটুয়াখালীর বাউফল এলাকায় প্রেমিক ইমরান হোসেনের বাড়িতে আসছেন ইন্দোনেশিয়ার মেয়ে নিকি উল ফিয়া। সোমবার (২৭ ফেব্রুয়ারি) রাতে ইন্দোনেশিয়ার একটি ফ্লাইটে তার ঢাকায় আসার কথা রয়েছে। আগামী ২ মার্চ বাউফল উপজেলার দশপাড়া ইউনিয়নের খেজুর বাড়িয়া গ্রামে ইমরানের বাড়িতে বিয়ের অনুষ্ঠান হবে। ইমরানের পরিবারের পক্ষ থেকে ইতিমধ্যেই আমন্ত্রণপত্র বিতরণ করা হয়েছে।
এর আগে ২০১৭ সালের ডিসেম্বরে পটুয়াখালীর বাউফল এলাকায় ইমরানের বাড়িতে আসেন ইন্দোনেশিয়ার নিকি উল ফিয়া। ইমরানের বিয়ের বয়স না হওয়ায় তাকে ফিরে যেতে হয়। পাঁচ বছর পর বিয়ে করতে বাংলাদেশে আসছেন তিনি।
ইমরানের বাবার নাম দেলোয়ার হোসেন। ইমরান উদ্ভিদ বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করে ঢাকার একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন।
ইমরান জানান, ২০১৬ সালে ফেসবুকে ইন্দোনেশিয়ার মেয়ে নিকির সঙ্গে তার পরিচয় হয়। পরিচয়, বন্ধুত্ব, অবশেষে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক। পরে তারা বিয়ের সিদ্ধান্ত নেন। নিকি উল ফিয়া ১ ডিসেম্বর,২০১৭ তারিখে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান কারণ তার পরিবারের কোনো আপত্তি না থাকায়। সেখান থেকে ইমরান নিকিকে তার বাউফল বাড়িতে নিয়ে আসেন। তখন তার বয়স ২১ বছর না হওয়ায় বিয়ে করা সম্ভব হয়নি। তারপর নিকি ফিরে যান।
বর্তমানে ইমরানের বয়স ২৫ বছর। নিকি উল ফিয়ার বয়স ২৩ বছর। নিকি ইন্দোনেশিয়ার সুরাবায়া প্রদেশের জেম্বার বাসিন্দা ইউলিয়ানতোর মেয়ে। তার মায়ের নাম শ্রীআনি।
ইমরান আরও বলেন, নিকি বাংলাদেশে উদ্দেশ্যে ইতিমধ্যে রওনা হয়েছে। সবকিছু ঠিক থাকলে আজ রাত ১২টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন নিকি। আগামীকাল মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) তাকে নিয়ে বাউফল যাবেন তিনি।
ইমরানের বাবা দেলোয়ার হোসেন বলেন, নিকির বাবা-মায়ের সঙ্গে কথা বলে বিয়ের দিন ঠিক করে স্বজনদের দাওয়াত করেছি।
প্রসঙ্গত, দীর্ঘ পাঁচ অপেক্ষার পর প্রিয় মানুষটিকে পেতে বাংলাদেশে আসছে ওই তরুণী। দুই পরিবারের সন্মতিতে তাদের বিয়ের আয়োজন করা হয়েছে।