দূর থেকে দেখলেই আমাকে বলতেন, মা দূর্গা চলে আসছে : শাবনূর

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী শাবনূর। অসংখ্য জনপ্রিয় সিনেমা উপহার দিয়ে ভক্ত ও দর্শকদের হৃদয়ের মণি কোঠায় জায়গা করেন নেন। যদিও বড় পর্দায় আর তাকে দেখা যায় না কিন্তু ভক্তদের তার প্রতি আগ্রহের শেষ নেই। এবার প্রিয় নৃত্যশিল্পী চলা যাওয়াকে কেন্দ্র করে যে অভিব্যক্তি প্রকাশ করলেন অভিনেত্রী শাবনূর।

নৃত্য পরিচালক হিসাবে সাফল্য এবং স্বীকৃতি খুব কম শিল্পীই অর্জন করেন। মাসুম বাবুল ছিলেন সেই সৌভাগ্যবান প্রতিভাদের একজন। ঢাকাই সিনেমার অনেক সফল সিনেমার নৃত্যশৈলী সামলেছেন তিনি। সোমবার (৬ মার্চ) বিকেলে মৃ/ত্যুবরণ করেন এই গুণী ব্যক্তি।

মাসুম বাবুলের মৃ/ত্যুতে ঢালিউড পাড়ায় শোকের ছায়া নেমে এসেছে। সেই শোকের রশ্মি পৌঁছে গেছে সুদূর অস্ট্রেলিয়ায়। সেখান থেকে দুঃখের বার্তা পাঠালেন সাবেক ঢালিউড কুইন শাবনূর। স্মৃতিকাতর হয়েছেন। অতীতে ফিরে ব্যাখ্যা করলেন, মাসুম বাবুলের সঙ্গে তা/র হৃদ্যতার কথা।

শাবনূর লিখেছেন, “মাসুম বাবুল আমার প্রিয় নৃত্য পরিচালকদের একজন। তিনি একজন চমৎকার নৃত্য পরিচালক ছিলেন। তার সাথে আমার অনেক স্মৃতি মনে পড়ছে। সেটে সব সময় সবাইকে খুশি রাখতেন। তিনি মজা করে আমাকে ‘মা দুর্গা’ বলে ডাকতেন বলতেন যে আমার না/কি ১০টি হাত!দূর থেকে দেখলেই আমাকে বলতেন, ‘মা দূর্গা চলে আসছে।

শোকার্ত মনের হাহাকারে শাবনূর বলেন, ‘তিনি আমার অসংখ্য চলচ্চিত্রের নৃত্য পরিচালক ছিলেন। আজকে সে আমাদের ছেড়ে চলে গেল, ভাবলেই গা শি/উরে ওঠছে! আরও অনেক নৃ/ত্য পরিচালক আসবে, কিন্তু তার শূন্যতা কখনো পূরণ হবে না। তার আত্মার মাগফেরাত কামনা করছি। আপনারা যেখানেই থাকুন না কেন, তার জন্য দোয়া করুন। আল্লাহ তাকে বেহেশত দান করুন।

উল্লেখ্য, মাসুম বাবুল দেড় বছর ধরে ক্যান্সারের সঙ্গে লড়ছিলেন। কয়েকদিন আগে ভারতের একটি হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে দেশে ফিরেছেন তিনি। কিন্তু নাচের ছন্দে ফিরতে পারেননি তিনি। সোমবার (৬ মার্চ) বেলা ১১টার দিকে তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়।

মাসুম বাবুলের কোরিওগ্রাফি ক্যারিয়ার চার দশকের। ‘বেদের মেয়ে জোসনা’, ‘কোটি টাকার কাবিন’, বিক্ষোভ’সহ প্রায় ১৫০০ সিনেমায় কাজ করেছেন তিনি। তিনি তিনবার শ্রেষ্ঠ নৃত্য পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন।

প্রসঙ্গত, নৃত্য শিল্পী মাসুম বাবুলের প্রয়াণে শোক প্রকাশ করেছেন অভিনেত্রী শাবনূর। তার সঙ্গে কাজ করার স্মৃতিচারণ করে নানা ঘটনার প্রকাশ করেন অভিনেত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *