
নাট্যাঙ্গনের আলোচিত মুখ শারমিন আঁখি। শুটিং চলাকালিন সময়ে দু/র্ঘটনায় দগ্ধ হয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হন।প্রাথমিক অবস্থায় চিকিৎসক তার শারীরিক অবস্থার আশঙ্কা করেছিলেন।কারণ দগ্ধতায় তার শরীরের অনেক অংশ পুড়ে গিয়েছিল। দীর্ঘ এক মাস চিকিৎসার পর তার সুস্থতা সম্পর্কে যা জানালেন অভিনেত্রীর স্বামী প্রযোজক রাহাত কবির।
শুটিংয়ে দগ্ধ ছোট পর্দার অভিনেত্রী শারমিন আঁখি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। ৩০ দিন পর সোমবার (২৭ ফেব্রুয়ারি) প্রথমবারের মতো উঠে দাঁড়ান তিনি।
এ তথ্য নিশ্চিত করেছেন অভিনেত্রীর স্বামী প্রযোজক রাহাত কবির।
তিনি বলেন, ৩০তম দিনে আঁখি উঠে দাঁড়িছেন। একটু একটু করে আঙ্গুলগুলো প্রাণ ফিরে পাচ্ছে। সকলের দোয়া ও ভালোবাসায় নতুন জীবন শুরু করার শক্তি ফিরে পাচ্ছে। তার জন্য প্রার্থনা করবেন।
রাহাত কবির আরোও বলেন, এভাবে আরও কয়েক মাস কঠিন লড়াইয়ে জিততে হবে তাকে। কৃতজ্ঞতা আমাদের সকল সহকর্মীদের প্রতি যারা এই কঠিন সময়ের প্রথম দিন থেকে আমাদের সাথে ছিলেন।
চলতি বছরের ২৮ জানুয়ারি রাজধানীর মিরপুরের পল্লবীতে একটি টেলিফিল্মের শুটিং সেটে অ/গ্নিকাণ্ডের ঘটনায় গুরুতর আহত শারমিন আঁখিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন এই অভিনেত্রী।
প্রসঙ্গত, অভিনেত্রীর বর্তমান শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো বলে জানান স্বামী রাহাত কবির। তবে আরোও বেশ কিছু চিকিৎসা চালিয়ে হবে বলে জানান তিনি।