
জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশে রাজনৈতিক দলগুলো মাঠে সরব হচ্ছে। তবে বিরোধী দল বিএনপি ও আওয়ামীলীগ নির্বাচনকালীন সরকার নিয়ে পরস্পর বিরোধী অবস্থান নেওয়ায় রাজনীতি বৈরী পরিবেশ সৃষ্টি হয়েছে। বিএনপির দাবি দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হয় না। যার প্রমাণ ১৪ ও ১৮ সালের নির্বাচন। বড় দুই দলের কর্মকাণ্ডে নির্বাচন ব্যবস্থার যে পরিস্থিতি সৃষ্টি হয়ে তাতে ভোটারা বিমুখ হয়ে গেছে নির্বাচনের নিয়ে। দেশের মানুষ আর ভোট কেন্দ্রে আসতে চায় না মন্তব্য করে যা বললেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।
জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের এমপি বলেছেন, দেশের নির্বাচন ব্যবস্থার প্রতি জনগণের আস্থা শূন্য। মানুষ এখন ভোটকেন্দ্রে যেতে আগ্রহী নয়, উৎসবের নির্বাচন এখন আ/তঙ্কে পরিণত হয়েছে।
বুধবার (১ মার্চ) দুপুরে জাপার বনানী কার্যালয়ে জাতীয় মেডিকেল টেকনোলজিস্টদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
জিএম কাদের আরো বলেন, ক্ষমতাসীন রাজনৈতিক শক্তিগুলো নির্বাচনকে প্রভাবিত করতে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করছে। সাধারণ মানুষের মতো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনিক কর্মকর্তারাও নির্বাচনে নিরপেক্ষ নন। আবার ক্ষমতাসীন দলের পেশিশক্তির কারণে প্রতিপক্ষ নির্বাচনের মাঠে দাঁড়াতে পারছে না। ফলে নির্বাচনে ভোটারদের সংখ্যা খুবই কম। তাই নির্বাচনে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটছে না।
তিনি বলেন, এমন নির্বাচন আমরা চাই না। আমরা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই। আমরা মানুষকে ভোটাধিকার দিতে চাই। দেশের সাধারণ মানুষই দেশের মালিক। দেশের জনগণই সিদ্ধান্ত নেবে কে দেশ শাসন করবে ভোটের মাধ্যমে। দেশের মানুষ সুষ্ঠু নির্বাচন চায়।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ও জাতীয় মেডিকেল টেকনোলজিস্টের প্রধান সমন্বয়ক মনিরুল ইসলাম মিলন, জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব ফখরুল আহসান শাহজাদা, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম মিন্টু, সমাজকল্যাণ সম্পাদক গোলাম মোস্তফা, মৎস্যজীবী দলের সভাপতি আজহার সরকার, কেন্দ্রীয় সদস্য শাহীন আরা প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সুলতানা রীমা, ডাঃ জাহিদুল বারী, ডাঃ জাফর, জাতীয় পার্টি নেতা খলিলুর রহমান, জাতীয় মেডিকেল টেকনোলজিস্ট আহবায়ক মোঃ ইকরাম হোসেন বাবু, সদস্য সচিব মোঃ আশরাফুল আলম প্রমুখ।
প্রসঙ্গত, বিগত ১৪ ও ১৮ সালের নির্বাচনের মতো জাতি আর কোনো নির্বাচন দেখতে চায় না বলে মন্তব্য করেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেন, জনগণের ভোটের মাধ্যমেই শাসক দেখতে চায় দেশের মানুষ।