
নির্মাতাদের সঙ্গে অভিনেত্রীদের বিবাহ বর্হিভূত সম্পর্কের ঘটনা নতুন কিছু নয়। তবে অনেক তারকারা এসব বিষয়ে মুখ খুলতে চায় না বিভিন্ন কারণে। আত্মসন্মনের ভয় তো রয়েছে সঙ্গে চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে টিকে থাকার বিষয় জড়িয়ে থাকে। তবে অনেক ক্ষেত্রে বিষয়গুলি প্রকাশ্যে আসলে এগুলোকে পাত্তা দিতে চায় না জড়িতরা। এবার তেমন ঘটনার প্রকাশ হয়েছে যে নির্মাতা গিয়াসউদ্দিন সেলিমের সঙ্গে অভিনেত্রী জয়া আহসান ও পরীমনির অবৈধ্য সম্পর্ক ছিল।
জয়া আহসান, পরীমনি নির্মাতা গিয়াসউদ্দিন সেলিমের যৌ/নসঙ্গী ছিলেন, বলেছেন সমালোচনামূলক লেখিকা জান্নাতুন নাঈম প্রীতি। তিনি তার প্রকাশিত বই ‘জন্ম ও যো/নির ইতিহাস’-এ দাবি করেছেন। বইয়ের ওই অংশের স্থির চিত্র দাবানলের মতো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
প্রীতি লিখেছেন, ‘এই লোভী দল বাদেও আমার জীবনে একের পর এক যে প্রেমিকারা এসেছে, ভালোবাসা বলে কিছু নেই জেনে, কয়েকদিনের জন্য নতুন জীবন বেছে নেওয়ার চেষ্টা করেছি, যেখানে হাত বাড়ালে সঙ্গী হয়, হাত ছুঁ/লেই প্রেম। সেই ধারাবাহিকতায় আমি গিয়াসউদ্দিন সেলিমের সঙ্গে শুয়েছিলাম। শুয়ে শুয়ে সেলিমকে জি/জ্ঞেস করেছিলাম, তুমি কয়টা মেয়ের সাথে শুয়েছ? উদাস কন্ঠে বললেন- পঞ্চাশের বেশি। আমি যাদের সাথে শুয়েছি তাদের বেশিরভাগের নাম আমি ভুলে গেছি।
প্রীতি আরও দাবি করেন, কয়েক বছর ধরে জয়ার সঙ্গে সেলিম নিয়মিত শারীরিক সম্পর্ক করেছেন। শুধু তাই নয়, আরেক বিতর্কিত অভিনেত্রী পরীমনি ডেকেছিলেন নিজের শয্যাসঙ্গী হওয়ার জন্য।
সেলিম ও প্রীতির কথোপকথনের অংশবিশেষ লেখা, কথায় কথায় সেলিম বলেছেন- আমি কয়েক বছর ধরে জয়ার সঙ্গে শুয়েছি। তারপর প্রীতি তাকে জিজ্ঞেস করল, জয়া মানে? অভিনেত্রী জয়া আহসান? তখন সেলিম তাকে বললেন, হ্যাঁ।
পরীমনি প্রসঙ্গে প্রীতি লিখেছেন, ‘সেলিমের ভাষ্য অনুযায়ী, বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি সেলিমকে ডে/কে পাঠিয়েছিলেন। সেলিমের সহকারী মুক্তাকে ফোন করে…।’
এদিকে এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি গিয়াসউদ্দিন সেলিম। তার দাবি প্রীতি এগুলো বানিয়ে লিখেছে। তিনি বলেন, ‘তিনি যা লিখেছেন তার সম্পর্কে আমি কিছু জানি। যে কেউ তার ম/নগড়াভাবে লিখতে পারে। আমি তাদের নিয়ে ভাবি না। এগুলো তুচ্ছ বিষয়। আর এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না।
যদিও এই রিপোর্ট লেখা পর্যন্ত প্রীতির দাবি নিয়ে জয়া বা পরী কেউই মুখ খোলেননি। তবে নেটিজেনরা তাদের বক্তব্যের জন্য অপেক্ষা করছেন।
প্রসঙ্গত, অভিনেত্রী জয় ও পরীমনির সঙ্গে নির্মাতা গিয়াসউদ্দিন সেলিমের শারীরিক সম্পর্ক নিয়ে লেখা প্রকাশের পর নিজের অবস্থান জানান নির্মাতা। তবে এ বিষয় সম্পর্কে কোনো ধরনের মন্তব্য করেনি অভিনেত্রীরা।