
প্রেমের টানে দেশান্তরী হওয়ার বিষয়টি নতুন ঘটনা নয়। প্রিয়জনকে পেতে জাত, ধর্ম, বর্ণ ছাড়তেও পিছপা হয় না। এবার তেমন ঘটনায় ঘটলো বাংলাদেশী যুবক আকাশ বড়ুয়ার ও থাই তরুণীর জীবনে। আকাশ বড়ুয়াকে পেতে থাইল্যান্ডের তরুণী বুলিকা সালানগার্ম বাংলাদেশে এসেছে।
ফেসবুকে তরুণ বাংলাদেশি আকাশ বড়ুয়ার সঙ্গে প্রেমের সূত্রপাত। সেই প্রেমের টানে বিয়ে করতে চট্টগ্রামের চন্দনীশের কাছে ছুটে আসে থাইল্যান্ডের তরুণী বুলিকা সালানগার্ম (২৫)।
এক মাসের ভিসা নিয়ে বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বাংলাদেশে আসেন বুলিকা। একই দিনে রাতে পূর্ব জোয়ারা শ্রদ্ধানন্দ বিহারে বুলিকা ও আকাশের বিয়ে হয়। পরদিন শুক্রবার (২৭ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে বুলিকাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। ভালোবাসার টানে সুদূর থাইল্যান্ড থেকে ছুটে আসা বুলিকা ও বাংলাদেশের আকাশ দেখতে বাড়িঘরে ভিড় করছেন স্থানীয়রা।
এ প্রসঙ্গে আকাশ বড়ুয়া শনিবার (২৮ জানুয়ারি) জানান, পাঁচ বছর আগে ফেসবুকে বুলিকার সঙ্গে তার পরিচয় হয়। এক বছর আগে তিনি থাইল্যান্ডে গিয়েছিলেন। সেখানে একই কোম্পানিতে চাকরি করতেন বুলিকা। বুলিকা চাকরির পাশাপাশি এলএলবি সম্পন্ন করেন। এরপর তারা বিয়ের সিদ্ধান্ত নেন। অবশেষে বুলিকা তার পরিবারের সাথে আলোচনা করে বাংলাদেশে চলে আসেন।
প্রসঙ্গত, অবশেষে প্রিয় মানুষ টিকে বিয়ে করে নিজের চাওয়া পূরণ করলেন থাই তরুণী। দুই পরিবারের সন্মতিতেই তাদের বিয়ে সম্পর্ন হয়েছে।