
মিডিয়ার এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী সানাই মাহবুব। নানা বিতর্কে জড়িয়ে প্রায় আলোচনার থাকতেন এই অভিনেত্রী। তার বিতর্কিত কর্মকাণ্ডের কারণে আইনি জটিলায়ও পড়েছিলেন। কিন্তু হঠাৎ করেই অভিনয় জগতকে বিদায় জানায় তিনি। তবে অন্যদের মতেই তিনিও বেশ সরব সামাজিক মাধ্যমে।
দেশের এক সময়ের আলোচিত-সমালোচিত মডেল ও অভিনেত্রী সানাই মাহবুব। শোবিজকে বিদায় জানানোর পর তিনি মনোযোগ দেন ধর্মে-কর্মে। এরপর আবু সালেহ মুসা নামে এক ব্যাংক কর্মকর্তার সঙ্গে অত্যন্ত গোপনে বিয়ে বন্ধনে জড়ান।
বিয়ের পর আবারও সোশ্যাল মিডিয়ায় যোগ দিয়েছেন সানাই। তাকে প্রায়ই স্বামীর সঙ্গে ছবি পোস্ট করতে দেখা যায়। কখনও কখনও দুজন লাইভে আসেন এবং নেটিজেনদের সাথে সময় ভাগ করে নেন।
সর্বশেষ ফেসবুক স্ট্যাটাসে কীভাবে পুরুষের ভালোবাসা বোঝার উপায় জানান সানাই। তার ভাষ্যমতে, ‘রেস্তোরাঁয় বসে একটা জিনিস আবিষ্কার করলাম, যে মানুষটা সত্যিকারের তোমাকে ভালোবাসে সে তার জীবন দিয়ে তোমার চাহিদা মেটানোর কথা ভাববে। হ্যাঁ, ভালোবাসা এমনই হয়। সে আপনার কথাকে গুরুত্ব দেবে, অন্যের কথা নয়।
সানাই যোগ করেছেন, ‘একজন মানুষ যে আপনাকে সত্যিই চায় সে নিঃশর্তভাবে আপনার কথা শুনবে। সে কারো কথা শোনার প্রয়োজন বোধ করবে না। হুম, এটাই ভালোবাসা।’
তিনি আরও লিখেছেন, ‘যে পুরুষ তোমাকে সত্যি ভালোবাসবে সে কোনো কিছুর যোগবিয়োগ করবে না, হিসাব করবে না। আর যদি কোনো পুরুষ উল্টোটা করে, তাহলে বুঝবেন সে আপনাকে ভালোবাসে না। শুধু সময় কা/টিয়েছে।
প্রসঙ্গত, সানাইয়ের বেশিরভাগ কাজই সমালোচনামূলক। এক সময় সোশ্যাল মিডিয়ায় খোলাখুলি বিচরণ করতেন তিনি। অশ্লীলতার অভিযোগে তিনি ২০১৯ সালের ফেব্রুয়ারিতে ডিএমপির সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম ইউনিটের সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম প্রিভেনশন ডিভিশনে হাজির হন। এ সময় তিনি বন্ডে সই করে মুক্তি পান। এর বাইরে আওয়ামী লীগের একজন মন্ত্রীকে বিয়ে করছেন বলেও আলোচনায় আসেন তিনি। তবে পরে শোনা যায়, মন্ত্রী না এমপিকে বিয়ে করছেন। এ সময় তিনি এমপির পরিচয় গোপন রাখেন। পরে অভিনয় ছাড়ার ঘোষণা দেন সানাই। এরপর থেকে তিনি আর আলোচনায় নেই। সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকলেও তাকে আর আগের মতো খোলামেলাভাবে দেখা যায় না।
প্রসঙ্গত, খোলামেলা ভাবে নিজেকে মিডিয়ায় প্রকাশ করার কারণে সমালোচনার এ পর্যায় অভিনয়সহ সকল মিডিয়ার প্রকার কর্মকাণ্ডে থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি। তবে সামাজিক মাধ্যমে ভক্ত ও অনুরাগীদের সঙ্গে বিভিন্ন বিষয় শেয়ারে মাধ্যমে নিজেকে সরব রাখেন।