
আওয়ামীলীগ সরকার বিনা ভোটে ক্ষমতায় থেকে দেশে নৈরাজ্যের রাজত্ব কায়েম করেছে। দু/র্নীতি ও লু/টপাটের ধারাবাহিকতায় দেশের অর্থনৈতিক ব্যবস্থা হু/মকির মুখে ফেলেছে সরকার। কিন্তু এর বিরুদ্ধে রাজনৈতিক দলগুলো আন্দোলন করলে রাষ্ট্রীয় বাহিনী দিয়ে দ/মন করছে সরকার। আর এসব বিষয় আড়াল করতে ভিন্ন তথ্য প্রদান করা হয় সরকারের পক্ষ থেকে। বিষয়টি নিয়ে সা/মাজিক যোগাযোগ মা্ধ্যমে এ/কটি স্ট্যাটাস দিয়েছেন পিনাকী ভট্টাচার্য হু/বহু পাঠকদের জন্য নি/চে দেওয়া হলো।
প্রথম আলোর হিন্মত হয় নাই এমন একটা নিউজ করার। কিন্তু খাইট্যা খুইট্যা যে নিউজটা করলো তারে একটু মেনশন করবে না প্রথম আলো? আমি প্রথম আলো হইলে সামিরে কইতাম ভাই তুমি কিছু মনে করোনা তোমার নাম টেকনিক্যাল কারণে নিতে পারতেছি না। এইটুকু করলে প্রথম আলো ছোট হইতো না।
তাও ধন্যবাদ দেই প্রথম আলোরে এইটা মেইনস্ট্রিম মিডিয়াতে আনার জন্য। ব্রাভো সামি। চালায়ে যান। আরো আগাইতে হবে সামনে।
প্রসঙ্গত, সরকারের বিরুদ্ধে কিছু বললেই তাদের নানা ভাবে দ/মন করার কৌশল নেওয়া হয় মন্তব্য করেন পিনাকী ভট্টাচার্য। তিনি বলেন, সরকার ক্ষমতায় থেকে শুধু নিজেদের উন্নয়ন করছে অথচ জনগনকে উ্ন্নয়নের গান শুনাচ্ছে প্রতিনিয়ত।