প্রেমিককে নিয়ে মেয়ের ভিন্ন স্ট্যাটাস, অস্বস্তিতে মা স্বস্তিকা

টলিউড সিনেমার আলোচিত অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। শুধু অভিনয় নয় নানা বিতর্কে জড়িয়ে প্রায় আলোচনায় আসতে দেখা যায় এই অভিনেত্রীকে। ব্যক্তিগত জীবনের বিষয়ে খোলামেলা মন্তব্য করে লাইম লাইটে থাকেন তিনি। এবার নিজের নয় মেয়েকে প্রেমের বিষয়কে কেন্দ্র যা জানালেন অভিনেত্রী স্বস্তিকা।

মা একজন জনপ্রিয় টলিউড অভিনেত্রী। সে হিসেবে মে/য়েটিও লাইমলাইটে। এমনিতেই তাদের মা-মেয়ের সম্পর্ক অনেকটা বন্ধুর মতো। তাই মায়ের মতো ব্যক্তিগত জীবনে কোনো গোপন কথা রাখেননি স্বস্তিকার মেয়ে অন্বেষা। ঘনিষ্ঠ ছবিতে তিনি জানান, প্রেমের বয়স এক বছরে ছুঁয়েছে।

রোববার (২৬ ফেব্রুয়ারি) ছিল তার প্রেমের এক বছর পূর্তি। এই স্টারকিড তার বয়ফ্রেন্ডের সাথে একগুচ্ছ অন্তরঙ্গ ছবি পোস্ট করেছেন। কার প্রেমে পড়েছেন অন্বেষা? স্বস্তিকারের জামাইয়ের নাম শ্লোক চন্দন, সে কলকাতার ছেলে। মেয়ের সঙ্গে এই অভিনেত্রীর বন্ধুর মতো সম্পর্ক, তাই প্রেমের সম্পর্কের সব খুঁটিনাটি তিনি জানেন।

অন্বেষা তার বয়ফ্রেন্ডকে ইনস্টাগ্রামে লিখেছেন, ‘শুভ এক বছর পূর্তি, আমার ভালোবাসা… উফ কী আশ্চর্যজনক যাত্রা। তবে বিশ্বাস করো আমি এই ভ্রমণের প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি। তুমি যা ক/রেছো তার জন্য ধন্যবাদ, আমাদের প্রতিটি ঝগড়ার জন্য আমরা আজ এখানে আছি। আমি তোমাকে ভালোবাসি।

প্রকাশিত কিছু ছবিতে দেখা যাচ্ছে, শ্লোক অন্বেষার গালে চুমু খাচ্ছেন, আবার কোনওটিতে অন্বেষা তার প্রেমিকাকে বিছানার মাঝখানে জড়িয়ে ধরেছেন। স্বস্তিকা কন্যা তার প্রেমিকের প্রথম উপহার, একটি লাল বেলুনের ছবিও পোস্ট করেছেন। এটা দেখার পর মেয়েটির ভালোবাসার প্রতিক্রিয়া কী? কমেন্ট বক্সে তাকে অনেক ভাবনা প্রকাশ করতে দেখা গেছে।

মেয়ের কথায় ক্ষুব্ধ স্বস্তিকা লেখেন, ‘কিন্তু আমার বাড়িতে কে থাকবে?’ প্রেমিকার মায়ের এই করুণ আ/কুতির জবাবে শ্লোক লিখেছেন, ‘আমি তোমার কাছে ক্ষমা চাইতে বাধ্য হচ্ছি।’

প্রসঙ্গত, স্বস্তিকা যখন যুবতী তখন বিয়ে করেছিলেন। সংসার সম্পর্কে বুঝে উঠার আগেই ভেঙে যায়। ছোট মেয়েকে নিয়ে বাবার বাড়িতে ফিরে আসেন। সেই ছোট্ট অন্বেষার বয়স এখন ২৩ বছর। ভারতে পড়াশোনা শেষ করে বর্তমানে কার্ডিফে উচ্চশিক্ষা নিচ্ছেন।

প্রসঙ্গত, মেয়ের সম্পর্কের জড়ানোর প্রসঙ্গ তুলে নিজের অবস্থান ব্যাখা করেন অভিনেত্রী স্বস্তিকা। শুধু তাই নয় খোলামেলা কথা বলেছেন মেয়ের প্রেমের সম্পর্কে জড়ানোর বিষয় নিয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *