বই প্রকাশের জন্য লেখক হতে হয় না, টাকা থাকলেই হয় : তসলিমা

বর্তমান সময়ে বই প্রকাশ করতে প্রতিভাবান বা যোগ্যতা সম্পর্ন হতে হয় না। এক অর্থে টাকার জোর থাকলেই বই প্রকাশ করা যায়। যার কারণে প্রকৃত লেখক খুঁজে পাওয়ায়টা কঠিন হয়েছে দাঁড়িয়েছে। এই সমাজ ব্যবস্থায় মানুষ শুধু নিজের স্বার্থকেই প্রাধান্য দিচ্ছে দেশ বা জাতিকে নিয়ে তাদের ভাববার সময় নেই। বই প্রকাশ করতে লেখকের নিকট থেকে অর্থ নেওয়ার প্রসঙ্গে মন্তব্য করে যা বললেন বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন।

বই প্রকাশ করা আমাদের সময়ে একটি চ্যালেঞ্জ ছিল। তখন, যতদূর আমি জানি, প্রকাশকরা এখনকার মতো বই ছাপানোর জন্য লেখকদের কাছ থেকে টাকা নিতেন না। প্রকাশকরা এখনও নতুন লেখকের বই ছাপতে আগ্রহী নন নিজেদের পকেটের পয়সা দিয়ে, আ/গেও ছিলেন না। তবে নতুন লেখকদের মধ্যে প্রতিভাবান কাউকে পেলে বই প্র/কাশ করতেন।

সাধারণত আমাদের বাঙালি প্রকাশকরা পাণ্ডুলিপি পড়ে প্রতিভা অনুমান করার মতো শিক্ষিত নন। তারা সাধারণত একজন লেখকের প্রথম বই প্রকাশ করত তখনই যখন লেখককে নিয়ে সমাজে চর্চা এবং লেখালেখি হতো। এখন এমন একটি বাণিজ্যিক সময়, যে কেউ যেকোনো সময় নিজের বই বের করতে পারে। বই প্রকাশের জন্য লেখক হতে হয় না, কবিও হতে হবে না। হাতে কিছু টাকা থাকলেই হয়। এমনকি অ-লেখক এবং অ-কবিদেরও আজকাল পাঠক গড়ে সৃষ্টি হয়েছে। এই পাঠকদের অ-পাঠক হিসাবেও চিহ্নিত করা যেতে পারে।

আমি লক্ষ্য করেছি যে আজকাল যখন আমার বই বের হয় তখন আমি আগের মতো খুশি নই। বই বের হলে ঠিক আছে, বের না হলে ঠিক আছে। বই প্রকাশ করা এখন আর চ্যালেঞ্জ নয়, কিন্তু চারিদিকে অসততা, অনাচার, দু/র্নীতি, প্রতারণা, নি/র্মমতা ও নিষ্ঠুরতার মাঝেও নিজের সততা, স্বচ্ছতা, সরলতা বজায় রেখে জোয়ারের বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়াতে পারাটাই বড় চ্যালেঞ্জ।

প্রসঙ্গত, লেখক হতে এখন আর প্রতিভাবান বা যোগ্যতার প্রয়োজন হয় মন্তব্য করেন বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন। তিনি আরও বলেন, এখন প্রচলিত দু/র্নীতি বা অপকর্মে বিরুদ্ধে লেখা কঠিন চ্যালেঞ্জ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *