
নাট্যাঙ্গনের পরিচিত মুখ শবনম ফারিয়া। বিভিন্ন বিষয়ে খোলামেলা মন্তব্য করে প্রায় আলোচনার থাকেন তিনি। অভিনয়ের মাধ্যমে আগেই নিজের শক্ত অবস্থান করে নিয়েছেন মিডিয়া জগতে। অভিনয় বাদেও ব্যক্তিগত জীবনে নানা ঘটনার জন্ম দিয়ে প্রায় খবরের শিরোনাম হন এই অভিনেত্রী। এবার ব্যক্তিগত জীবনের প্রসঙ্গ নিয়ে যা জানালেন অভিনেত্রী শবনম ফারিয়া।
অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। যার প্রমাণ পাওয়া যাবে তার ফেসবুকে। যেখানে তিনি কাজের বাইরে নিজের ব্যক্তিগত জীবনের নানা দিক শেয়ার করেন। আর ভক্ত ও শুভানুধ্যায়ীরাও তার পোস্টে সাড়া দেন। তাদের কথার উত্তর ফারিয়া নিজেই দিয়েছেন আনন্দের সঙ্গে।
এই অভিনেত্রী তার ভক্তদের সাথে একটি মজার ঘটনা শেয়ার করেছেন। শবনম ফারিয়া মন্তব্য করেন, একটি ছেলে আমাকে বলেছিল, তুমি আমার ছোটবেলার ক্রাশ।
আমি বললাম তা/ই? আপনার বয়স কত?’ বলেছেন, “৩৩!” আমার চেয়ে বয়সে বড় একটা মানুষের ছোট বেলার ক্রাশ আমি কেমনে হই? বুঝতেছি না!’
ফারিয়ারের এই পোস্টে অনেকেই মন্তব্য করেছেন। কেউ কেউ মজার উত্তরও দিয়েছেন। দেবজ্যোতি নামে এক ব্যক্তি লিখেছেন, ‘এটা হতেই পারে। ছোটবেলায় তিনি কল্পনা করতেন- একজন আরও ৮-১০ বছর পর জন্ম নেবে, তার উপর আ/মি ক্রাশ খাবো! এরকম আর কি…’
উত্তরে শবনম ফারিয়া লিখেছেন, ‘দাদা, আমার বয়স তত কম নয়!’, যেখানে দেবজ্যোতি লিখেছেন, ‘সরি আপু, আমি ভেবেছিলাম তুমি আমার বয়সী।’
প্রসঙ্গত, ব্যক্তিগত জীবনে নানা সময়ে অনেক ঘটনার মুখোমুখি হতে হয় বলে অভিনেত্রী শবনম ফারিয়া। তিনি বলেন, এমন কিছু ঘটনার মুখোমুখি যা অবিশ্বাস্য।