বাংলাদেশকে লুট করার প্রস্তাব দিতে একটুও সাহসের অভাব হয়না এদের : আসিফ নজরুল

ক্ষমতাসীন আওয়ামীলীগ উন্নয়নের নামে দেশে মেগা প্রকল্পগুলো থেকে অর্থ লু/পাটের সুযোগ করে দিয়েছে দলীয় নেতাদের। যার কারণে দেশে রিজার্ভ
সংকট সৃষ্টি হয়েছে। যার প্রভাব পড়েছে প্রতিটি খাতে বিশেষ করে বিদ্যুৎ খাতে। সরকার দেশে শতভাগ বিদ্যুৎ ব্যবস্থার কথা বললেও বাস্তব চিত্র ভিন্ন। বিদ্যুৎ ব্যবস্থায় ক্যাপিসিটে চার্জের নামে লক্ষ লক্ষ কোটি টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে। এবার রামপাল ও পায়রায় নতুন নাটকের পাঁয়তার হচ্ছে। এ প্রসঙ্গ নি/য়ে সামাজিক যোগাযোগ মা/ধ্যমে একটি স্ট্যাটাস দি/য়েছেন বিশিষ্ট রাজনৈতিক বি/শ্লেষক ড. আসিফ নজরুল হু/বহু পাঠকদের জন্য নি/চে দেওয়া হলো।

রামপাল ও পায়রায় কয়লার দাম পড়ছে প্রতি টন ২৫০ ডলারের মতো। আর মো-দীর আশীর্বাদপুষ্ট আদানির বিদ্যূতকেন্দ্র দাম ধরতে চায় প্রতি টন ৪০০ ডলার।
বাংলাদেশকে লু/ট করার প্রস্তাব দিতে একটুও সাহসের অভাব হয়না এদের।

প্রসঙ্গত, সরকার জোর করে ক্ষমতায় টিকে থাকতে প্রতিটি বিষয়ে জবাদিহিতার জায়গা শেষ করে দিয়েছে যা ফলে যখন যা খুশি ইচ্ছা করছে মন্তব্য করেন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক ড. আসিফ নজরুল। তিনি বলেন, দু/র্নীতি ও লু/টপাট যেন রুটিনে পরিণত করেছে তারা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *