
নাট্যাঙ্গনের জনপ্রিয় অভিনেতা শাহরিয়ার নাজিম জয়। অভিনয় ছাড়াও বিভিন্ন বিষয়ে মন্তব্য করে আলোচনায় থাকেন তিনি।যদিও তিনি অনেক দিন ধরে পর্দায় নিয়মিত ছিলেন না। অভিনয়ের মাধ্যমে নিজের শক্ত অবস্থান করে নিয়েছেন আগেই বিনোদন জগতে তিনি। এবার বান্দরবানে ভিন্ন এক রাজার প্রসঙ্গে তুলে ধরে যা জানালেন অভিনেতা জয়।
অভিনেতা ও পরিচালক শাহরিয়ার নাজিম জয় সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয়। বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ে নিজের মতামত প্রকাশ করেন জয়। এখন তিনি এমন একজনকে পরিচয় করিয়ে দিলেন যিনি পারিবারিক সূ/ত্রে রাজা হয়েছেন।
জয় লিখেছেন, ‘বান্দরবানে ভিন্ন রাজা আছেন। ও চু প্র ঊ। সেই রাজার সঙ্গে আমি।
তিনি আরও লিখেছেন, ‘এই রাজা-রাজ্যের ঐতিহ্য অনেক পুরনো। তার আগে তার পিতা রাজা ছিলেন। তার আগে তার দাদা।
অভিনেতা আরও বলেন, ‘সবচেয়ে মজার ব্যাপার হল, তিনি আমার বাবার অধীনে কাজ করতেন একজন নির্বাহী প্রকৌশলী। পারিবারিক সূত্রে জানা যায়, তিনি নির্বাহী প্রকৌশলী থেকে রাজা হয়েছেন।
প্রসঙ্গত, ভিন্ন এক রাজার পরিচয় তুলে ধরে তার সম্পর্কে বিভিন্ন বিষয় জানান অভিনেতা জয়। যিনি বান্দরবানের অধিবাসি।