
বিনা ভোটে ক্ষমতা দখল করে দেশে নৈরাজ্যের রাজত্ব কায়েম করেছে। যার ধারাবাহিকতায় দু/র্নীতি ও লু/টপাটের মাধ্যমে দেশের অর্থনৈতিক ব্যবস্থা হু/মকির মুখে ফেলেছে। উন্নয়নের কথা বলে মেগা প্রকল্পগুলো থেকে অর্থ লুপাটের সুযোগ করে দিয়েছে দলীয় নেতাকর্মীদের। যার ফলে রিজার্ভ সংকট তৈরী হয়েছে। আর এর প্রভাব পড়েছে প্রতিটি খাতে বিশেষ করে বিদ্যুৎ খাতে। এর সম্পর্ন দায় ভোগ করছে সাধারন মানুষ। উন্নয়নের ধারা অব্যাহত রাখার নামে বিদ্যুতের দাম বাড়ানো হচ্ছে ইচ্ছা মতো। বিষয়টি নিয়ে সা/মাজিক যোগাযোগ মাধ্যমে এ/কটি স্ট্যাটাস দিয়েছেন বি/শিষ্ট সাংবাদিক গোলাম মোর্তজা হু/বহু পাঠকদের জন্য নি/চে দেওয়া হলো।
জনগণের ‘ভোটে’ বারবার ‘নির্বাচিত’ ‘জনগণ’র সরকার ’জনগণ’র জন্যে প্রতি মাসে ১ বার, কোনো কোনো মাসে ২ বার বিদ্যুতের দাম বাড়াবে।তো,সমস্যা কী? ‘উন্নয়ন’ খাবেন আর দাম বেশি দেবেন না,তাই কী হয়?
প্রসঙ্গত, উন্নয়নের নামে দেশে লু/টপাট ও দু/র্নীতি করে সাধারন মানুষকে পথে নামিয়ে দিচ্ছে সরকার মন্তব্য করেন বিশিষ্ট সাংবাদিক গোলাম মোর্তজা। তিনি বলেন, জ্বালানি, বিদ্যুৎসহ প্রতিটি দ্রব্যের আকাশ ছোঁয়া মূল্যে দিশেহারা মানুষ অথচ সে বিষয়ে কোনো ধরনের মাথা ব্যাথা নেই সরকারের।