
ক্ষমতসীন আওয়ামীলীগ বিনা ভোটে ক্ষমতায় থেকে দেশে নৈরাজ্যের রাজত্ব কায়েম করেছেন। শুধু তাই নয় ক্ষমতায় টিকে থাকতে বিরোধী মতকে দমন করতে রাষ্ট্রীয় বাহিনী ব্যবহার করে যাচ্ছেন দিনের পর দিন। অথচ এক শ্রেণীর দালালরা নিজেদের স্বার্থ উদ্ধার করে নাম মাত্র লোক দেখানো সমালোচনা করে সরকারের। যখন নিজ স্বার্থে টান পড়ে তখনই তারা সরকারের কড়া সমালোচনা করেন কিন্তু যারা প্রকৃত এই অপকর্মকাণ্ডের সঙ্গে জড়িত তাদের কোনো ধরনের সমালোচনা করেন না। বিষয়টি নিয়ে সা/মাজিক যোগাযোগ মাধ্যমে এ/কটি স্ট্যাটাস দিয়েছে বি/শিষ্ট রাজনৈতিক বিশ্লেষক ড. আসিফ নজরুল পা/ঠকদের জন্য হুবহু নি/চে দেওয়া হলো।
ভোট চোরের সুবিধাভোগীরা বড়জোর পিস্তলের সমালোচনা করেন, পিস্তলের পেছনের মানুষের সমালোচনা করেন না। যেমন তারা ঠেলার পড়লে ডিজিটাল সিকিউরিটি
এ্যাক্টের সমালোচনা করেন, কিন্তু এই আইনটা যারা করেছে বা এই আইন দিয়ে যারা মানুষের জীবন ধ্বং/স করছে তাদের সমালোচনা করেনা।
প্রসঙ্গত, সরকার গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বং/স করে স্বৈরাচারী আচারণ করছে কিন্তু কিছু স্বার্থবাজ মানুষ নিজের ভাগে কম পড়লে সমালোচনা করেছে তা সরকারের বিরুদ্ধে যারা এটি ঘটিয়েছেন তাদের বিরুদ্ধে নয় মন্তব্য করেন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক ড. আসিফ নজরুল।