
বাংলা সিনেমার আ/লোচিত অভিনেতা হিরো আলম। নিজেকে একসঙ্গে একাধিক কাজের সাথে সম্পৃক্ত রেখে ব্যস্ত সময় পার করেন। তবে তার এই অভিনয়, গানসহ নানা কাজের জন্য ব্যাপক সমালোচনার মুখে পড়তে হতো। কিন্তু শত বিপত্তি পরই সেগুলোকে পাত্তা না দিয়ে নিজের আপন পথে চলতে তিনি। সম্প্রতি সংসদ সদস্য পদে নির্বাচন করার পর ব্যাপক আলোচনায় আসেন তিনি। এবার নিজেকে বদলানোর প্রসঙ্গে তুলে যা বললেন অভিনেতা হিরো আলম।
হিরো আলম মিউজিক ভিডিও, মডেলিং, কমেডি অভিনয় এবং গায়ক নিয়ে শ্রোতাদের মধ্যে বহুল আলোচিত। বিভিন্ন সময়ে তার কিছু বিতর্কিত গান ও নাচ দর্শকদের বেশ হাসির খোরাক জোগাত।
শুধু তাই নয়, তার কিছু গান, সিনেমা হাসির পাশাপাশি ব্যাপকভাবে ট্রো/লড করতো দর্শরা। তবে নির্বাচনে অংশ নিয়ে দর্শক-ভক্তদের কাছে নিজেকে অন্যভাবে উপস্থাপন করতে পেরেছেন এই অভিনেতা।
সম্প্রতি বগুড়ার দুটি আসন থেকে নির্বাচন করে সবাইকে চমকে দিয়েছেন। ১ ফেব্রুয়ারির নির্বাচনে তিনি অল্পের জন্য একটি আসন হেরে জান। এরপর টক অব দ্য কান্ট্রিতে পরিণত হন। তাকে নিয়ে আলোচনার ঝড় বইছে সর্বত্র।
হিরো আলমকে প্রশ্ন করা হয়, তিনি তার বর্তমান কাজের কোনো পরিবর্তন করবেন কি না। এমন প্রশ্নের জবাবে তিনি দেশের একটি জনপ্রিয় সংবাদমাধ্যমেকে বলেন, আগের কিছু গান ও নাচ নিয়ে মানুষ হাসাহাসি বা ট্রোল করেছে। আমি এ বি/ষয়ে অবগত। তবে আগে যে হিরো আলম ছিলাম এখন আমি তা নেই। আমি এগুলো ছে/ড়ে দিয়েছি কিন্তু আগের ভিডিওগুলো ছেড়ে দিলেও, কিছু লোক আমার ভিডিও গুলো বারবার শেয়ার করে ট্রোল করার চেষ্টা করে।
তিনি বলেন, আমি আর কোনো হাস্যকর বা তুচ্ছ গান, সিনেমা, মডেলিং করব না। এখন থেকে যে কাজ করব মানসম্মত সঙ্গেই করব।
হিরো আলম আরও বলেন, এরই মধ্যে কাজে অনেক পরিবর্তন এনেছি। হাস্যকর, তুচ্ছতাচ্ছিল্য করবে মানুষ এমন কাজ করবে না। মানুষের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছি তা ধরে রাখতে সবসময় ভালো কাজ করে যাবো।
কীভাবে নিজেকে বদলে ফেললেন এমন প্রশ্নে হিরো আলম দেশের একটি জনপ্রিয় সংবাদমাধ্যমেকে বলেন, আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে থাকেন। আমি ধৈর্য্য ধরেছি। লোকে আমাকে কোনোকিছু করলে তুচ্ছ করত, গালি দিত- এটা আমি বুঝতে পারতাম; এরপরও লেগে থেকেছি। কিন্তু আমি বিশ্বাস করতাম, শত্রুরাও আমাকে বুকে টেনে নেবে। মানুষের ভুল ভাঙবে। সেটা ভেঙেছে। ভবিষ্যতে আরও ভাঙবে।
প্রসঙ্গত, নিজেকে পরিবর্তনের মাধ্যমে সামনে এগিয়ে যেতে চায় এবং রচিসন্মত কাজ করে মানুষের মন জয় করার ইচ্ছা প্রকাশ করেন হিরো আলম। তিনি বিতর্কিন কাজ ভবিষ্যতে করতে চান না এমনটায় জানান।