
বাংলা সিনেমার আ/লোচিত অভিনেতা হিরো আলম। একই সাথে গান, অভিনয়, প্রযোজনা নিয়ে ব্যস্ত সময় পার করেন। যদিও তার কাজের জন্য ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয় কিন্তু সে গুলোকে পাত্তা না দিয়ে আপন মনে এগিয়ে চলেন। তবে সম্প্রতি এমপি নির্বাচনে করে ব্যাপক আলোচনায় এসেছেন তিনি। তবে তিনি বিজয়ি হওয়ার সত্বেও তার ফলাফল জোর করে ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এবার ব্যক্তিগত জীবনের সফলতা প্রসঙ্গে যা জানালেন হিরো আলম।
হিরো আলমকে নিয়ে তোলপাড়, আলোচনা, সমালোচনা। সোশ্যাল মিডিয়া, গ/ণমাধ্যম সর্বত্র। শত সমালোচনার মধ্যেও এগিয়ে গেছেন হিরো আলম। ‘ভালোবাসার’ উপহার হিসেবে গাড়িও পেয়েছেন হিরো। ধৈর্যের সুফল পাচ্ছেন বলে দাবি করেন তিনি।
বুধবার (৮ ফেব্রুয়ারি) হিরো আলম তার ফেসবুক পেজে একটি ভিডিও আপলোড করেন। যে আমাকে গালি দেবে, আমি তাকে গালি দেব না- আমি অপেক্ষা করি। আমি সেই দিন পর্যন্ত অপেক্ষা করি যেদিন সেই মানুষটি আমাকে ভালবাসা দেবে। এই ভালোবাসা অর্জন ক/রে আলম থেকেই আ/জ হিরো আলম। যারা ঘৃণা করতো তারাই আজ ভালোবাসে। এটা ধৈর্যের পরীক্ষা। আল্লাহ বলেছেন, ধৈর্য ধরো তু/মি সুফল পাবে, আমাকে ধৈর্য ধরতে ধ/রতে মারধর খেয়েছি, এখন আমি সু/বিধা পেলাম।
আশরাফুল আলম সাঈদের জিরো টু হিরো গল্প থেকে অনেকেই এখন অনুপ্রেরণা পান। পাবো না কেন! বগুড়ার এরুলিয়ায় জন্ম নেওয়া আশরাফুল আলমের তথাকথিত সামাজিক অবস্থান, শিক্ষা বা আর্থিক সচ্ছলতা ছিল না। সেখান থেকেই আজ সারা দেশে আলোচিত।
প্রসঙ্গত, শর্ত সমস্যার মধ্যে ধৈয্য ধারন করছি বলেই আজ সফল হতে পেরেছি বলে মন্তব্য করেন হিরো আলম। তিনি বলেন, মানুষ ধৈর্য্য ধরলে ফল পাই তার বাস্তব প্রমাণ আমি।