রাখি-আদিল দ্বন্দ্বে আগুনে ঘি ঢাললেন শার্লিন চোপড়া

বলিউডের চর্চিত অভিনেত্রী ও মডেল রাখি সাওয়ান্ত। বিকর্তে জড়িয়ে লাইম লাইটে আসা যেন রুটিনে পরিণত হয়েছে তার। বিয়ে-বিচ্ছেদের বিষয় নিয়ে ব্যাপক আলোচনায় এসেছেন তিনি। সম্প্রতি প্রেমিক আদিলকে গোপনে বিয়ে করার বিষয়টি প্রকাশ্যে এনে ফের নতুন করে আলোচনায় আসে রাখি। তবে বিয়ের বছরের পেরোতে না পেরোতে আবার স্বামীর বিরুদ্ধে অভিযোগ এনে বিচ্ছেদের পথে হাঁটছেন রাখি। রাখি অভিযোগ বিরুদ্ধে যা বললেন অপর এক অভিনেত্রী শার্লিন চোপড়া।

বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্ত এবং তার স্বামী আদিল দুরানির মধ্যে চলমান দ্বন্দ্ব দিন দিন আরও জটিল হচ্ছে। আর এরই মধ্যে শার্লিন চোপড়া তাদের মধ্যে ঢুকে রাখির আ/গুনে ঘি ঢাললেন।

বলিউডের এই দুই ‘ড্রামা কুইন’ একে অপরের চরম শত্রু। সম্প্রতি মি’টু অ/ভিযোগে রাখির বিরুদ্ধে পুলিশের কাছে অ/ভিযোগ দায়ের করেছিলেন শার্লিন। এবার রাখির বরের পক্ষ নিলেন অভিনেত্রী। তিনি বলেন, রাখির বর আদিল খুবই বুদ্ধিমান ছেলে, এমন মেয়ের চক্রে সে কীভাবে আটকে গেল কে জানে?

শার্লিন সম্প্রতি এক ভিডিওতে বলেছেন, ‘এই দুজনের কথা কী বলব! কিন্তু তার সাথে দেখা করার পর আমার মনে হয় ছেলেটি বুদ্ধিমান। কে জানে কিভাবে সে এই ঝামেলায় পড়ল!’

শার্লিন জেলে গিয়েছিলেন আদিলের সঙ্গে দেখা করতে। কথায় কথায় ওকে মুখের উপর বললাম, কি যে ক/রলে! কিভাবে এই চক্রে ধরা পড়লেন?’

আদিলের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগের পাহাড় জ/মা দিয়েছেন রাখি। গত ৭ ফেব্রুয়ারি রাখির দায়ের করা অভিযোগের ভিত্তিতে আদিল দুরানিকে গ্রেফতার করে ওশিয়ারা থানার পুলিশ। ৮ ফেব্রুয়ারি তাকে আন্ধেরি আ/দালতে পেশ করা হয়।

এদিকে রাখি সাওয়ান্ত এবং তার স্বামী আদিল দুরানির মধ্যে চলমান মামলা নতুন মোড় নিয়েছে। আদিলের বিরুদ্ধে নগ্ন ভিডিও বিক্রির অভিযোগ করেন রাখি। ইটাইম টিভিকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

‘তনু চাড্ডালকে বিয়ে করার আদিলের পরিকল্পনা’ উল্লেখ করে রাখি বলেন, ‘আদিল আমার ন/গ্ন ভিডিওগুলোকে মানুষের কা/ছে বিক্রি করেছে। এজন্য সাইবার ক্রাইম বিভাগে আমার মামলা চলছে। এবার তনুর সঙ্গে তৃতীয়বারের মতো বি/য়ে বন্ধনে আবদ্ধ হ/তে যাচ্ছেন আদিল।

রাখি আদালতকে বলেন, আদিল জামিন না পাওয়ায় উত্তম। আমাকে নি/র্যাতনের পর চিকিৎসা নিতে হয়েছে। আদিল আমাকে প্রতারণা ও নি/র্যাতন করেছে। তাকে জামিন দে/ওয়া না হয়। আদিল আমার ওটিপি নিয়ে আমার টাকা চুরি করেছে। সে আমার বিশ্বাস ভঙ্গ করেছে।’

এ সময় আদিলের আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন না। তাই সোমবার পর্যন্ত জামিন আবেদন স্থগিত করা হয়েছে।

প্রসঙ্গত, আদিলের বিরুদ্ধে নতুন করে গুরুতর অভিযোগ করায় মামলার নতুন মোড় নিয়েছে বলে জানা যায়। তবে রাখির অভিযোগ বিয়ষটি নিয়ে স্বামী আদিলের পক্ষ নিয়েছে অভিনেত্রী শার্লিন চোপড়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *