
আওয়ামীলীগ সরকার ক্ষমতায় টিকে থাকতে বিরোধী মতকে দমন করতে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবহার করছে। দেশের গণতন্ত্র ধ্বংস করে জনগণের ভোটাধিকার হরণ করেছে। অথচ তাদের নেতারা গণতন্ত্রের বুলি ঝাড়ছে। ক্ষমতায় থেকে দু/র্নীতি, লু/টপাট করে অর্থনৈতিক ব্যবস্থা সংকটের মুখে ফেলেছে। আর যখন এসবের বিরুদ্ধে বিরোধী দল আন্দোলন করছে তাদের ওপর আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে হা/মলা, মামলা গ্রেফতার করছে। এর বিরুদ্ধে কথা কোনো দেশ কথা বললে তারা আভ্যন্তরীন বিষয়ে হস্তক্ষেপ করছে দাবি করে সরকার। বিষয়টি নিয়ে সা/মাজিক যোগাযোগ মাধ্যমে এ/কটি স্ট্যাটাস দিয়েছেন পিনাকী ভট্টাচার্য হু/বহু পাঠকদের জন্য নি/চে দেওয়া হলো।
বাংলাদেশে ইসলামোফোবিয়ার জন্ম দিয়েছে সোভিয়েত ইউনিয়ন সিপিবির জন্ম দিয়ে টেকা দিয়ে। রাশিয়া কখনো বাংলাদেশের সাধারণ মানুষদের বন্ধু নয়। রাশিয়া গনশত্রুদের বন্ধু। তাই কাডাল রাণী হাসিনার উদ্ধারে নামছে রাশিয়া।
রুশ ভারত এই অক্ষশক্তি হাসিনার প্রধান অবলম্বন হয়ে দাড়িয়েছে। রুশ ভারতের দালালদের কালো হাত ভেঙ্গে দিতে হবে।
প্রসঙ্গত, সরকার ক্ষমতায় টিকে থাকতে এবার নতুন কৌশল নিচ্ছে মন্তব্য করেন পিনাকী ভট্টাচার্য। তিনি বলেন, রাশিয়া ও ভারত এখন আওয়ামীলীগ সরকারের পাশে দাঁড়িয়েছে ভিন্ন স্বার্থে।